‘বিটিএস’কে টপকে বিলবোর্ডে ‘ব্ল্যাকপিঙ্ক’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্ল্যাক পিঙ্ক / ছবি: ইন্সটাগ্রাম

ব্ল্যাক পিঙ্ক / ছবি: ইন্সটাগ্রাম

বিশ্বের সঙ্গীতাঙ্গনে এখন কে-পপের রাজত্ব। টুয়িস, এক্সো, সেভেন্টিন, স্ট্রে কিডস, এনসিটি, রেড ভেলভেটের মতো ব্যান্ডগুলো বিশ্বব্যাপী মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। তবে এত ব্যান্ডের মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান শক্তভাবে ধরে রেখেছে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক। যদিও এই দুই দল নিয়েও ভক্তদের লড়াই চলে। 

তবে শুধু দলীয় ভাবে নয়, প্রত্যেক শিল্পীর মধ্যেও পৃথকভাবে চলে সেরা হওয়ার লড়াই। এতদিন দলীয় ও এককভাবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা ধরে রেখেছিল বিটিএসই। তবে এবার ঘটনা অন্য ঘটনা। সবাইকে চমকে দিয়ে বিলবোর্ডে বিটিএসকে টপকে উঠে গেল ব্ল্যাকপিঙ্ক সদস্যরা।

বিজ্ঞাপন
`লাইক জেনি’ গানের পোস্টার / ছবি: ইন্সটাগ্রাম

কিছুদিন আগেই বিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক সদস্য জেনির ‘লাইক জেনি’ গানটি প্রকাশ পায়। যদিও হিন্দি ভাষাভাষিদের মধ্যে এই গান নিয়ে সমালোচনাও হয়েছে, তবে এই গান ব্যাপক জনপ্রিয়তাও পাচ্ছে। বিলবোর্ড গ্লোবাল এক্সেল ইউএস’ চার্টে এই গানটি ৩য় অবস্থানে আছে। আবার ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ তালিকাতে ৫ম স্থান অর্জন করেছে লাইক জেনি গানটি। এর মাধ্যমেই বিটিএসকে পেছনে ফেলে এগিয়ে গেল ব্ল্যাকপিঙ্ক। এই ব্যান্ডের জন্য এটি বেশ বড় একটি অর্জন।

গত সপ্তাহেই লিসা গ্লোবাল এক্সক্লুসিভ ইউএস চার্টে ১৪ তম স্থানে ছিল। তারও আগের সপ্তাহে জেনি ‘এক্সট্রাল’ দিয়ে তালিকায় আসে। সেই গানটি ‘গ্লোবাল এক্সেল ইউএস’ এবং ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ চার্টে যথাক্রমে ১৩ এবং ১৮ নম্বরে জায়গা দখল করে নিয়েছিল। জিসো’র ‘আর্থকুয়েক’ এবং লিসার ‘বর্ন এগেইন’ও তালিকায় জায়গা দখল করেছিল।

বিজ্ঞাপন