সজল-ফারিয়ার ‘কন্যা’য় মুগ্ধ কিংবদন্তি রুনা লায়লা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কন্যা গানে সজল এবং ফারিয়া / ছবি: সংগৃহীত

কন্যা গানে সজল এবং ফারিয়া / ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে বড়পর্দায় আসতে চলেছে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন ৩’। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর জাজের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘কন্যা’। শুধু ভক্তদেরই নয় এই গানের জাদু ছড়িয়ে গেছে তারকাদের মধ্যেও। পরীমণি, বুবলী, মাহি, পূজা চেরী, মেহজাবীন, তিশা তো ছিলেন, এবার প্রশংসা করলেন লিভিং লেজেন্ড রুনা লায়লা। এতে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন নায়িকা নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপন

গানটি প্রকাশের এক দিন পর বাংলাদেশের বরেণ‌্য সংগীতশিল্পী রুনা লায়লা তার ফেসবুকে শেয়ার করেছেন। তা দেখে কেঁদেছেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার রাতে রুনা লায়লা তার ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’

রুনা লায়লার কাছ থেকে এমন মন্তব্য পেয়ে আপ্লুত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি ভিডিওতে ফারিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লার আমাদের গান শেয়ার করেছেন।’ সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো। দেখো। আমি খুবই আবেগাপ্লুত।’

বিজ্ঞাপন
কন্যা গানের পোস্টার

হঠাৎ করে এ বছরের শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে তারা নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছে। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নেন। সজল জানান, ঈদে মুক্তি দিতে হবে, তাই ১০২ ডিগ্রি জ্বর নিয়ে তিনি ছবিটির শুটিং করেন।

এরইমধ্যে শুরু হয়ে গেছে ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমাগুলোর প্রচারণা। পোস্টার, টিজার প্রকাশের মাধ্যমে সরগরম সামাজিক মাধ্যম। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই দর্শক টানতে পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিষ্টি এই গানটি। আর তাতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় দুই শিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। এরই মধ্যে দর্শকের মুখে গানটির প্রশংসা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুমানার প্রশংসা নিঃসন্দেহে ‘জ্বীন ৩’ টিমকে আলাদাভাবে উৎসাহিত করেছে।