ডেবিউ’র অপেক্ষায় শানায়া কাপুর, প্রথম ঝলকেই বাজিমাত
-
-
|

‘তু ইয়া ম্যে’ সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে শানায়া এবং আদর্শ / ছবি : সংগৃহীত
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর অভিনীত সিনেমা নাদানিয়া। এই সিনেমা মুক্তি পাওয়ার পর আবারও বলিউডের ‘নেপো বেবি’দের সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের আলোচনায়। রোষের মুখে পড়েছেন প্রযোজক করণ জোহরও। দুর্বল গল্প এবং অপরিপক্ব অভিনয়ের জন্য ‘দ্য আর্চিজ’-এর মতো ‘নাদানিয়া’ সিনেমারও বেশিরভাগ রিভিউ নেতিবাচক। প্রথম সিনেমাতেই হতাশ করেছেন ইব্রাহিম।
শুধু ইব্রাহিম বা খুশি নয়, গত কয়েক বছরে বলিউডে এন্ট্রি নেওয়া বেশিরভাগ স্টারকিডের অভিনয়েই অসন্তুষ্ট ভক্ত সমালোচকরা। তবে ব্যতিক্রম হলো শানায়া কাপুরের ক্ষেত্রে। শানায়াকে নিয়ে আশায় বুক বাধছেন নেটিজেনরা।

গেল সপ্তাহে প্রকাশ পেয়েছে ‘তু ইয়া ম্যে’ সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও। ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছে। এর অন্যতম কারণ সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর। অবশেষে প্রথম তার অভিনীত কোনো সিনেমা প্রকাশ পাচ্ছে।
টিজারে বড়জোর ১০-১২ সেকেন্ড জায়গা পেয়েছেন শানায়া। তাতেই প্রধান নারী চরিত্র হিসেবে ভক্তদের মন ছুঁয়ে যেতে পেরেছেন তিনি। তার ডায়ালগ ডেলিভারি, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছেন ভক্তরা। শানায়া অভিনয় দেখে অন্য তারকাদের মতো হতাশ হতে হয়নি, তাই কমেন্টে তাকে শুভ কামনা জানিয়েছেন সকলে।
স্বাভাবিকভাবেই অন্য স্টারকিডদের সাথে শানায়ার তুলনা করা হচ্ছে। গত কয়েক বছরে বেশ অনেক তারকা সন্তানের পদার্পণ ঘটেছে বলিউডে। তবে তাদের মধ্যে বেশিরভাগ তারকাদের অভিনয় এক বাজে যে, শানায়া মিডিয়কার অভিনয়ও খুশি ভক্তরা। ভক্তদের মতে,‘শানায়া সম্ভবত এ যুগের প্রথম স্টার কিড, যিনি অভিনয়ের জন্য ঘৃণিত হবেনা।’
শানায়াকে নিয়ে বেশি কথা হলেও টিজারের স্টার আদর্শ গৌরভ। সিনেমার মূল চরিত্র একজন স্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আদর্শের প্রখর অভিনয় দক্ষতার ব্যাপক প্রশংসা হচ্ছে। পর্দায় প্রতিটা সেকেন্ডে তাকে পুরোদস্তুর একজন ইনফ্লুয়েন্সারই লাগছে। টিজার দেখে মনে হচ্ছে, তার সঙ্গে কোনো একটা দুর্ঘটনা ঘটবে এবং তার ভিত্তিতেই গল্প এগিয়ে যাবে।
টিজারের আরও একটি ব্যাপার নিয়ে ভক্তদের উৎসাহ দেখা গেছে, সেটি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিংবদন্তি কিশোর কুমারের ‘ক্যয়া হোতা হ্যে’ গানকে বিটের সঙ্গে রিমিক্স করে ব্যবহার করা হয়েছে। এর ক্যাচি ভাইব ভক্তদের বেশ ভালো লেগেছে, তা মন্তব্য ঘর ঝাঁকলেই বোঝা যায়।
সিনেমাটি আসবে আগামী বছরের ভ্যালেন্টাইনে। তুম্বাড এবং হাসিন দিলরুবার মেকার্স তৈরি করেছেন তু ইয়া ম্যে সিনেমাটি। পরিচালনায় আছেন বিজয় নাম্বিয়ার এবং প্রযোজনা করছেন হিমাংশু শর্মা। টিজার দেখে প্রমেসিং মনে হলেও শানায়া ভক্তমনে কতটা জায়গা করে নিতে পারে, তা দেখা যাবে সিনেমাটি প্রকাশ পেলেই।