অস্কার হাতছাড়া হলেও যেখানে অপ্রতিরোধ্য ডেমি মুর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেমি মুর । ছবি: ফেসবুক

ডেমি মুর । ছবি: ফেসবুক

একটুর জন্য অস্কার হাত ছাড়া হলো হলিউডের কিংবদন্তীতূল্য অভিনেত্রী ডেমি মুরের! ‘দ্য সাবস্ট্যান্স’-এ অসাধারণ অভিনয়ের জন্য এবার অস্কারের চূড়ান্ত পর্বে তিনি ছিলেন সেরা অভিনেত্রীর দাবিদার! কিন্তু অস্কার হাত ফস্কে গেলেও চলতি বছরে অর্থবিত্তে এই অভিনেত্রী অপ্রতিরোধ্য!

হলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ডেমি মুর। যার অভিনয় দক্ষতা এবং ক্যারিয়ারের স্থায়িত্ব তাকে অসংখ্য ভক্ত ও সমালোচকদের প্রশংসা এনে দিয়েছে। ১৯৮১ সালে ‘চয়েস’ দিয়ে অভিষেক ঘটার পর থেকে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে ঘোস্ট, ইনডিসেন্ট প্রপোজাল, ডিসক্লোজার, চার্লিস অ্যাঞ্জেলস বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন
এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান ডেমি মুর । ছবি: ফেসবুক

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ছবিটির জন্য ডেমি মুর অস্কারের জন্য মনোনীত হলেও সেরা অভিনেত্রীর পুরস্কার হারান মিকি ম্যাডিসনের (আনোরা) কাছে। তবে, ডেমি মুরের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির দিকে তাকালে বোঝা যায়, তার ক্যারিয়ারের সাফল্য আজও অটুট!

এরইমধ্যে আমেরিকার পেজথার্টিসিক্স এক প্রতিবেদনে ডেমি মুরের বিশাল সম্পদের আনুমানিক হিসেব প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়, ডেমির অর্থের একটি বড় অংশ আসে রিয়েল এস্টেট এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে।

বিজ্ঞাপন
‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন ডেমি মুর

১৯৯০ সালে ব্রুস উইলিসের সঙ্গে মিলে ৮ মিলিয়ন ডলারে নিউ ইয়র্ক সিটির একটি পেন্টহাউস কেনেন ডেমি, যা তিনি ২০১৭ সালে ৪৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন।

ব্রুস উইলিসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১০.৫ একরের একটি আইডাহো সম্পত্তি পান, যেখানে ৬টি বেডরুম ও ৮টি বাথরুম রয়েছে। ২০০৩ সালে বেভারলি হিলসে ৩.৪ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনেন।

ডেমি মুরের একাল-সেকাল

ডেমির গাড়ির সংগ্রহও বেশ সৌখিন। ১৯৬৭ ফোর্ড মুস্তাং, মার্সিডিজ-বেঞ্জ, ল্যাম্বরগিনি উরুস আছে তালিকায়। তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন এবং তিনি নারী অভিনেতাদের সমান পারিশ্রমিকের দাবিতে বরাবরই উচ্চকণ্ঠ!

তার সিনেমা, সম্পত্তি, এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা তাকে এখনো বিনোদন জগতের অন্যতম বড় তারকা হিসেবে ধরে রেখেছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরীতে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন ডেমি