অস্কারে সেরা ফিলিস্তিন-ইসরায়েলের যৌথ নির্মাণ ‘নো আদার ল্যান্ড’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কার হাতে চার ইসরায়েলি ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম

অস্কার হাতে চার ইসরায়েলি ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম

ঘোষিত হয়ে গেল ৯৭তম অস্কার। এ বছর অস্কারে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতেছে। ছবিটি নির্মাণে যুক্ত ছিলেন চার ইসরায়েলি ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম। তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। 

ছবিতে দেখা যাবে, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার একজন তরুণ ফিলিস্তিনি কর্মী আদ্রার গল্প। যখন ইসরায়েলি বাহিনী কর্তৃক বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদ্রার সম্প্রদায় বাঁচা মরার লড়াই করছে। শৈশব থেকেই আদ্রা সামরিক দখলে তার অঞ্চলে বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সঙ্গে বড় হয়েছেন। স্বাভাবিকভাবে তার গল্প আর নির্মাণে সেগুলোর প্রভাব স্পষ্ট তাকে নাড়া দিয়েছে।

বিজ্ঞাপন

আদ্রার প্রচেষ্টার প্রতি সমর্থনে এগিয়ে আসেন একজন ইসরায়েলি সাংবাদিক। ওই সাংবাদিক নিজেও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সাক্ষী। এই বৈষম্যের বিরুদ্ধে যিনি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন।

অস্কার পুরষ্কার গ্রহণ করে আদ্রা বলেন, তথ্যচিত্রটি ‘কয়েক দশক ধরে আমরা যে কঠোর বাস্তবতা সহ্য করে আসছি তা প্রতিফলিত করে।’

বিজ্ঞাপন

আদ্রা আরও বলেন, “প্রায় দুই মাস আগে আমি বাবা হয়েছি এবং আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না— বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে, যা আমার সম্প্রদায় মাসাফের ইয়াত্তা ইসরাইলি দখলদারিত্বেরঅধীনে যা প্রতিদিন ভোগ করছে।”

তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।