অস্কারের রেড কার্পেটে ‘বেস্ট ড্রেসড’ এক ডজন বিখ্যাত তারকা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কার রেড কার্পেটে সেলেনা, এমা, টিমোথি, ডেমি ও লিসা

অস্কার রেড কার্পেটে সেলেনা, এমা, টিমোথি, ডেমি ও লিসা

আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ২০২৪-এর সেরাদের পুরস্কৃত করা হলো। স্বাভাবিকভাবেই অস্কার এখন বিশ্ব বিনোদনের আলোচনার প্রধাণ বিষয়। কে পেয়েছেন পুরস্কার, কেন পেয়েছেন, অমুক কেন পাননি? এসব নিয়ে চলছে আলোচনা। 

তবে ফ্যাশনপ্রেমীরা ঠিক নজর রেখেছেন অস্কারের রেড কার্পেটের দিকে। ক্ল্যাসি এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত তারকারা কে কি পরে এসেছেন, কার পোশাক সবচেয়ে সুন্দর এ নিয়েও আলোচনা কম হগয় না। ছবিতে দেখে নেওয়া যাক এ বছর অস্কার রেড কার্পেটে সেরা এক ডজন তারকার সাজসজ্জা-

বিজ্ঞাপন

১. সেলেনা গোমেজ

আজ অস্কারের লাল গালিচায় সেলেনা গোমেজ

বিশ্ববিখ্যাত গায়িকা সেলেনা গোমেজ গত বছর গানের চেয়ে অনেক বেশি আলোচনায় ছিলেন তার অভিনয় নিয়ে। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয় করে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এরপর অস্কার বাদে বিশ্বের সব বড় পুরস্কারে মনোনয়ন পান এই তারকা। ফলে তিনি যে অস্কারে উপস্থিত থাকবেন এ নিয়ে কারও সন্দেহ ছিলো না। সেলেনা আজ অস্কারের লাল গালিচা মাতান সোনালি রঙের ক্ল্যাসিক কাটের হেভি এম্বেলিশমেন্ট গাউনে। সবচেয়ে নজর কাড়ে তার খাটো চুল আর হাত, কান, গলায় কোটি টাকা মূল্যের ডায়মন্ডের গয়না। 

বিজ্ঞাপন

২. আরিয়ানা গ্যান্দে

আজ অস্কারের লাল গালিচায় আরিয়ানা গ্যান্দে

সেলেনা গোমেজের মতো আরেক বিখ্যাত গায়িকা আরিয়ানা গ্র্যান্দেও গত বছর ‘উইকেড’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন। অস্কারেও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছিলেন। যদিও পুরস্কারটি গেছে ‘অ্যাভাটার’ তারকা জোয়ি সালডানার ঘরে। কিন্তু আরিয়ানার দিকেও নজর রাখা দর্শকের সংখ্যা নেহায়েত কম ছিলো না। অস্কারের জন্য আরিয়ানা সেজেছিলেন নরম গোলাপী নেটের অফ সোল্ডার গাউনে। টেনে বাধা চুল, গলা ও কানে হালকা ডিজাইনের ডায়মন্ডের গয়নায় তার লুক সম্পন্ন হয়।

৩. ডেমি মুর

আজ অস্কারের লাল গালিচায় ডেমি মুর

হলিউডের বানিজ্যিক সিনেমার সুপারস্টার ডেমি মুর। চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। তবে গত বছরই ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় অভিনয় করে বড় কোন পুরস্কার (গোল্ডেন গ্লোব, ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড) জেতেন তিনি। অস্কারেও সেরা অভিনেত্রী তিনি হবেন, এমনটাই ধরে রেখেছিলেন অনেকে। তবে আজ অস্কার আসরে ডেমির খালি হাতে ফেরা অনেনকেই অবাক করেছে। পুরস্কার না পেলেও ডেমি মুরের চোখ ধাধানো রূপ অস্কারের রেড কার্পেটকে আলোকিত করেছে নিঃসন্দেহে। তিনি বেছে নিয়েছিলেন সিলভার রঙের মারমেইড কাটিংয়ের গাউন। খোলা দীঘল কালো চুল, কানে ডায়মন্ডের বড় ঝোলানো দুল আর হাতে ম্যাচিং ব্রেসলেটে তার সাজ দারুণ আবেদনময়ী।

৪. মাইকি ম্যাডিসন

আজ অস্কারের লাল গালিচায় মাইকি ম্যাডিসন

ডেমি মুরকে পেছনে ফেলে সেরা অভিনেত্রী শাখায় অস্কার জিতে ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন নিজেই হতবাক! ‘আনোরা’ ছবিতে এক যৌনকর্মীর ভূমিকায় অনবদ্য অভিনয় করে তিনি সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। সাজ পোশাকেও কম যান না মাইকি। কালো আর পিচ রঙের মিশেলে অফ সোল্ডার গাউন পরে অস্কার মঞ্চে হাজির হন তিনি। গলায় পরেছিলেন ঝোলানো ডায়মন্ডের নেকলেস। 

৫. টিমোথি শ্যালামে

আজ অস্কারের লাল গালিচায় টিমোথি শ্যালামে

খুবই অল্প বয়সে দারুণ অভিনয়সমৃদ্ধ একের পর সুপারহিট সিনেমা উপহার দিয়ে টিমোথি শ্যালামে এখন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। আর গত বছর কিংবদন্তি বব ডিলানের চরিত্রে ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় অভিনয় করে তো বাজিমাত করেন। এ বছর অস্কারে আটটি মনোনয়ন পেয়েছিলো শ্যালামের ‘আ কমপ্লিট আননোন’। গত সপ্তাহে ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে এই সিনেমার জন্যই সেরা অভিনেতার পুরস্কার জেতেন টিমোথি শ্যালামে। ফলে অস্কারেও সেরা অভিনেতার দৌঁড়ে খানিকটা এগিয়েও ছিলেন তিনি। তবে শেষ হাসি আর হাসতে পারেননি। অস্কারের রেড কার্পেটে এই তরুণ সুপারস্টারকে দেখা যায় একেবারেই ভিন্ন একটি রঙের পোশাকে। কারণ পুরুষ তারকারা সাধারনত এমন কাঁচা হলদে রঙের স্যুট বেছে নেন না। কিন্তু টিমোথিকে দেখতে দারুণ হ্যান্ডসাম লেগেছে।

৬. কাইলি জেনার

অস্কারের আয়োজনে এই সাজে হাজির হন কাইলি জেনার

প্রেমিক টিমোথি শ্যালামে সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পেয়েছেন, আর প্রেমিক কাইলি জেনার সেখানে উপস্থিত হবেন না তা কি হয়? বিখ্যাত মডেল ও নারী উদ্যোক্তা কাইলি জেনার অস্কারে পৌঁছান কালো আবেদনময়ী একটি গাউনে। তাকে দেখতেও প্রেমিকের মতো দারুণ আকর্ষনীয় লেগেছে।

৭. সিনথিয়া এরিভো 

আজ অস্কারের লাল গালিচায় সিনথিয়া এরিভো

বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী সিনথিয়া এরিভো এ বছরের সবগুলো পুরস্কার আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। অস্কারেও তার ব্যতিক্রম হয়নি। কমেডি ও মিউজিক্যাল ছবি ‘উইকেড’ ছবিতে অভিনয় করে তিনি এই খ্যাতি অর্জন করেছেন। সিনথিয়া অস্কার অনুষ্ঠানের জন্য বেছে নেন গাঢ় সবুজ রঙের ভ্যালবেটের ফ্ল্যাপি গাউন। আর সঙ্গে ছিলো তার সিগনেচার নোজ পিন ও কানে বেশকিছু দুল।

৮. লিসা

আজ অস্কারের লাল গালিচায় লিসা

বিশ্ববিখ্যাত কেকপপ ব্যান্ড ব্ল্যাকপিংক-এর অন্যতম তারকা লিসা ছিলেন এ বছরের অস্কার আসরের অন্যতম আকর্ষন। কেননা তিনিই প্রথম কে পপ শিল্পী যিনি অস্কারের মঞ্চে প্রথম পারফর্ম করে ইতিহাস গড়েছেন। আজ ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের শুরুতেই নাচে–গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। গানে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানান লিসা। লিসাকে রেড কার্পেটে দেখা যায় ভিন্ন পোশাকে। তিনি সাদা কালোর মিশেলে তৈরী লং ব্লেজার বেছে নেন। বার্বি কাটিং চুলে তাকে বেশ মিষ্টি লেগেছে।

৯. দোজা ক্যাট

অস্কারের মঞ্চে দোজা ক্যাটের পরিবেশনা

আজ ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের শুরুতেই নাচে–গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। গানে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানান দোজা ক্যাট। তার সঙ্গে আরও ছিলেন লিসা ও রে। গানের সঙ্গে ছিল এ সময়ের আলোচিত অভিনেত্রী মারগারেট কোয়ালির নাচ। পরিবেশনার সময় দোজা পরেছিলেন উজ্জ্বল পুতি নিয়ে বোনা বিশেষ পোশাক। এই পোশাকে তিনি সবার নজর কাড়েন।

১০. মাইলি সাইরাস

আজ অস্কারের লাল গালিচায় মাইলি সাইরাস

জনপ্রিয় পপ গায়িকা ও অভিনেত্রী সাইলি সাইরাস তার সোনালি ঢেউ খেলানো চুল, ল্যাস্যময়ী েচোখের চাহুনি আর কালো সিকুয়েন্সের গাউনে নজর কাড়েন।

১১. এমা স্টোন

আজ অস্কারের লাল গালিচায় সুপারস্টার এমা স্টোন

দুই বার অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন সাজ পোশাকের ক্ষেত্রে বরাবরই ভীষণ ক্ল্যাসি। এবারও তার নিজস্বতা ধরে রেখেছেন। ৯৭ তম অস্কারের লাল গালিচায় ন্যুড কালারের হেভি এম্বেলিশ ক্ল্যাসিক কাট গাউনে ধরা দেন। চুলের স্টাইলে ছিলো সাবেকীয়ানা। ছিলো না গয়নার কোন বাহুল্য, শুধুই কানে ছোট্ট ডায়মন্ডের দুল। বরাবরের মতো নিজের আকর্ষনীয় ব্যক্তিত্ব ও চোখ ধাধানো সৌন্দর্য দিয়ে আসর মাত করেন তিনি।

১২. গুণীত মোঙ্গা

আজ অস্কারের লাল গালিচায় গুণীত মোঙ্গা

সত্যজিৎ রায়, এ.আর রহমান ও নাটু নাটু অস্কার জিতলেও প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ২০২৩-এ সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কার্তিকী গঞ্জালভেস, প্রযোজনায় ছিলেন গুণীত মোঙ্গা। অস্কারজয়ী প্রোযোজক গুণীত মোঙ্গা এবারও হাজির ছিলেন অস্কার অনুষ্ঠানে। তিনি পরেছিলেন চকোলেট রঙের ভিন্ন ধাচের শাড়ি। তার সঙ্গে লং জ্যাকেট গুনীতের সাজকে করেছে আধুনিক।