মহাকাশ মিশনের নেতৃত্ব দেবেন কেটি পেরি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম

কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম

মহাকাশে যাচ্ছেন বিশ্ববিখ্যাত মার্কিন পপ গায়িকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে পেরির সঙ্গে এই মিশনে আছেন আরও পাঁচ নারী। পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। 

ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম মিশন, যেখানে সবাই নারী। এই যাত্রায় কেটি পেরি ছাড়া আরও থাকবেন জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।

বিজ্ঞাপন
কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম

এই বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা করবে। আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন কেটি, মনে করা হচ্ছে তার আগেই এই সফর সম্পন্ন হবে।

এক বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, এমন একটি মিশনে অভিযাত্রীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন কেটি পেরি।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেছেন, তাদের এই মিশন পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম

৪০ বছর বয়সী কেটি পেরি এই সময়ের জন্যতম জনপ্রিয় গায়িকাদের একজন। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর কেটি হয়ে উঠেছেন সময়ের সেরা পপ গায়িকাদের একজন। তার সবশেষ স্টুডিও অ্যালবাম ‘১৪৩’ প্রকাশিত হয় গত বছর। তবে অ্যালবামটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।

গানের জন্য এ পর্যন্ত পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।

কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম

খবর: ভ্যারাইটি