অস্কারে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্ল্যাকপিঙ্কের লিসা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা

‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা

এ বছর অস্কারে ইতিহাস তৈরি করতে চলেছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা। বিশ্ব বিনোদনের মর্যাদাপূর্ণ এ আসরে প্রথম কে-পপ শিল্পী হিসাবে পারফর্ম করবেন তিনি। ।অস্কারের আয়োজক প্রতিষ্ঠান একাডেমি ঘোষণা করেছে, তিনি পুরস্কার বিতরণী মঞ্চে পারফর্ম করবেন। এর মাধ্যমে, লিসা তার একক ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছেন।

লিসার এই অর্জন কে-পপ শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে চিহ্নিত হবে। কারণ লিসাই হচ্ছেন প্রথম কে-পপ তারকা, যিনি অস্কারের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। ৯৭তম অস্কার আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন
‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা

লিসা পারফর্ম করবেন ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র‌্যাপার দোজা ক্যাটের সঙ্গে।

গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বর্ন অ্যাগেইন’ শিরোনামের একটি গানে একসঙ্গে কাজ করেছেন লিসা, দোজা ক্যাট ও রেই। এটি লিসা অভিনীত ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে ব্যবহৃত হয়েছে। তার নতুন অ্যালবাম ‘অল্টার ইগো’তেও থাকবে এই গান।

বিজ্ঞাপন
‘বর্ন অ্যাগেইন’ গানে একসঙ্গে কাজ করেছেন দোজা ক্যাট, লিসা ও রেই

এছাড়া ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাদের ব্লকবাস্টার ছবি ‘উইকেড’-এর গানের মেডলি পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে।

আমেরিকান অভিনেত্রী-র‌্যাপার কুইন লতিফা গত ১২ মাসে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের গান গেয়ে শ্রদ্ধা জাাবেন। এছাড়া থাকবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীত পরিবেশনা।

ব্লকবাস্টার ছবি ‘উইকেড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে এবং সিনথিয়া এরিভো

এবারের অস্কারের পারফরম্যান্সে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। অস্কারে সাধারণত সেরা মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলোর শিল্পী-সুরকারদের পরিবেশনা দেখা যায়। এবারের আসরে মনোনীত হয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ছবির ‘এল মাল’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার) ও ‘মি কামিনো’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল), ‘দ্য সিক্স ট্রিপল এইট’ সিনেমার ‘দ্য জার্নি’ (ডায়েন ওয়ারেন), ‘সিং সিং’ চলচ্চিত্রের ‘লাইক অ্যা বার্ড’ (অ্যাব্রাহাম আলেকজান্ডার, অ্যাড্রিয়ান কেসাদা), ‘এলটন জন: নেভার টু লেট’ প্রামাণ্যচিত্রের ‘নেভার টু লেট’ (এলটন জন, ব্র্যান্ডি কার্লাইল, অ্যান্ড্রু ওয়াট, বের্নি টপিন)।

‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা

অনুষ্ঠানে এগুলোর পরিবেশনা থাকবে নাকি থাকবে না সেসব জানায়নি আয়োজকরা।