দিঘীর বদলে পূজা, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দীঘি ও পরিচালকের!

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি

পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি

চলতি বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সে সময় জানানো হয়েছিল যে, সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি।

কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা। এখানে দীঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে।

বিজ্ঞাপন
‘টগর’-এর মোশন পোস্টারে পূজা চেরি

এই বিষয়ে প্রার্থনা ফারদিন দিঘীর পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেছেন নির্মাতা। এরপর জানান, তাকে বাদ দেওয়ার মতো একাধিক কারণ ছিল, যে কারণে সিনেমাটি থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন।

ঘটনাটি স্বাভাবিকভাবে দীঘির কানেও গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাকে কেন বাদ দেওয়া হয়েছে আমি আসলেই তা জানি না। গত মাসে আমি আমেরিকাতে ছিলাম। তখন পরিচালক আমাকে ফোন করে জানালেন, আমাকে নিয়ে তারা ছবিটি করবেন না। আমি তখন কারণ জিজ্ঞেস করায় তিনি যুক্তিসঙ্গত কোন কারণ দেখাতে পারেননি। গতকাল ছবিটির মোশন পোস্টার চোখে পড়ে। তা দেখে আমি ভীষণ বিব্রত হই।’

বিজ্ঞাপন
প্রার্থনা ফারদিন দীঘি

দীঘি আরও বলেন, ‘আমি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবো। তবে কী ব্যবস্থা নেবো তা এখনো জানি না। আমার বাবা (অভিনেতা সুব্রত) ঠিক করবেন কী ব্যবস্থা নেওয়া উচিত। হয়তো শিল্পী সমিতিতে অভিযোগ করবো, অথবা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

দীঘির এই বক্তব্য নিয়ে গতকালই ‘টগর’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক থেকে একটি অফিসিয়াল বক্তব্য তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়ায়। ‘নিউজে দীঘির বক্তব্য ও আমাদের অবস্থান’ শিরোনামে সেই বক্তব্যে বলা হয়, ‘দীঘি কেন বিব্রত হবেন সেটা আমাদের বোধগম্য নয়। বরং নিজের পেশাদারিত্বের দিকে মনোযোগ দিলে ভালো করতেন। একটি প্রজেক্টে অনবোর্ড হওয়ার পর দিনের পর দিন পার হয়ে যায়, তিনি স্ক্রিপ্টের ফাইনাল ড্রাফট পড়ার সময় পান না। পরিচালকের ফোন, মেসেজের রিপ্লাই করতে ২৪-৪৮ ঘন্টা পেরিয়ে যায়, কনটেন্ট প্রমোশনের সময় পান না তখন একটা প্রযোজনা প্রতিষ্ঠানের করনীয় কী থাকে? একটা প্রজেক্টের শুরুতেই যদি এত অনীহা ও দায়িত্বহীনতা কাজ করে, তাহলে রিলিজের সময় কি হবে?

‘টগর’-এর মোশন পোস্টারে পূজা চেরি

পরিচালকের মাধ্যমে তাকে অনবোর্ড করানো হয়। পরিচালক নিজে তাকে বাদ দেয়ার বিষয়টি জানায়। এরপর তিনি পরিচালককে কল করেন। তিনি সংবাদে দাবি করেছেন আমরা যুক্তিসংগত কারন দেখাতে পারিনি। অথচ তিনি বাদ পড়েছেন ২২ জানুয়ারি। সেদিন তিনি পরিচালকের সঙ্গে ২০ মিনিট কথা বলেছেন। শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত মেনেও নিয়েছেন। এরপর তিনি তার কো আর্টিস্ট আদর আজাদের সঙ্গে ৩৪ মিনিট কথা বলেছেন। তারও ঠিক এক মাস পর যখন আমরা তাকে বাদ দিয়ে মোশন পোস্টার এর মাধ্যমে টগর এর নায়িকার ঘোষণা দিলাম, এখন এসে তিনি শিল্পী সমিতিতে অভিযোগের কথা বলছেন। মানহানির কথা বলছেন। অভিযোগ তো আমাদের করার কথা, তার অপেশাদারিত্বের কারনে। আর কোথায় কেন তিনি কোন গ্রাউন্ডে অভিযোগ জানাবেন সেটাও তার বোঝা উচিত। প্রযোজনা প্রতিষ্ঠান বিনিয়োগ করবে আর আর্টিস্টরা যদি কাজে কমিটেড না থাকেন, তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান যে কোনো সিদ্ধান্ত নেয়ারই ক্ষমতা রাখে। আমরা তো কেবল এনাউন্সমেন্ট টিজার শুট করেছি, বিশ্বব্যাপী সিনেমার মূল শুটিং এর পরও কাস্টিং পরিবর্তনের কোটি কোটি নজির রয়েছে। দীঘির অপেশাদারিত্বের আরেকটি নমুনা হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে কল মেনে নিয়ে এক মাস পর অভিযোগের হুমকি দিচ্ছেন। সেটা তিনি দিতেই পারেন। তিনি যদি এ বিষয়ে আর জল ঘোলা করেন, তাহলে ২২ জানুয়ারি হওয়া তার সাথে টীমের দুটো কনভার্সেশনের অডিওই অনলাইনে আপলোড করে দেবো। আশা করছি এবার বিষয়টি লাউড অ্যান্ড ক্লিয়ার।’

প্রার্থনা ফারদিন দীঘি

জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে প্রায় ২০-২৫ দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক। অ্যাকশনধর্মী ‘টগর’-এ আদর-পূজা ছাড়া আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।