বার্লিনে ‘গোল্ডেন বিয়ার’ জিতেছে ‘ড্রিমস (সেক্স লাভ)’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘গোল্ডেন বিয়ার’  হাতে ‘ড্রিমস (সেক্স লাভ)’ সিনেমার টিম

‘গোল্ডেন বিয়ার’ হাতে ‘ড্রিমস (সেক্স লাভ)’ সিনেমার টিম

প্রেম, আকাঙ্ক্ষা ও আত্ম-আবিষ্কার নিয়ে নরওয়েজিয়ান চলচ্চিত্র ‘ড্রিমস (সেক্স লাভ)’। গতকাল শনিবার রাতে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’ বা ‘স্বর্ণ ভালুক’ জিতেছে সিনেমাটি। মার্কিন পরিচালক টড হেইনসের নেতৃত্বে জুরিবোর্ড পরিচালক ড্যাগ জোহান হাউগেরুডের সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেন।

১০ দিন ধরে চলা উৎসবের সমাপনী দিনে এটি ছাড়াও বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ভালুক’ পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারোর ‘দ্য ব্লু ট্রেইল’। আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের ‘দ্য মেসেজ’ জুরি পুরস্কার জিতেছে।

বিজ্ঞাপন
‘ড্রিমস (সেক্স লাভ)’ সিনেমার পোস্টার

১৯৯০-এর দশকের দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত ‘লিভিং দ্য ল্যান্ড’ ছবির জন্য হুও মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

মেরি ব্রনস্টাইন পরিচালিত ‘ইফ আই হ্যাভ লেগস, আই’ড কিক ইউ’ ছবিতে একজন অভিভূত মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রোজ বাইর্নকে সেরা প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিতে সুরকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট।

সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়ে ব্রিটিশ তারকা টিলডা সুইনটন তার বক্তব্যে ফিলিস্তিনির ওপর অন্যায়ের প্রতিবাদ করেন

এ ছাড়া উৎসবে সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়েছেন ব্রিটিশ তারকা টিলডা সুইনটন।

১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের বার্লিনাল। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল ১৯টি চলচ্চিত্র।