বাফটা ২০২৫ জয় করলেন যারা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবারের বাফটায় মনোনয়ন পেয়ে অনুষ্ঠানে হাজির হন শার্সা রোনান, সেলেনা গোজেম, আরিয়ানা গ্র্যান্দে, ডেমি মুর ও সিনথিয়া অ্যারিভো

এবারের বাফটায় মনোনয়ন পেয়ে অনুষ্ঠানে হাজির হন শার্সা রোনান, সেলেনা গোজেম, আরিয়ানা গ্র্যান্দে, ডেমি মুর ও সিনথিয়া অ্যারিভো

অনুষ্ঠিত হল বিনোদন দুনিয়ায় ২০২৪ সালের সেরা কাজগুলোকে পুরস্কৃত করার জন্য ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড 'বাফটা‘। লন্ডনের সাউথব্যাঙ্ক সেন্টারের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। চলতি বছর ৭৮ তম বর্ষে পা রাখল এই অনুষ্ঠান। এ বছর বাফটার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এ বছর বাফটায় আলোচিত ‘দ্য ব্রুটালিস্ট’কে হারিয়ে সেরার শিরোপা ঘরে তুলেছে সিনেমাটি। 

বাফটা অনুষ্ঠানে কাদের মাথায় উঠল সেরার শিরোপা, দেখুন বিজয়ীদের পুরো তালিকা-

বিজ্ঞাপন

সেরা ব্রিটিশ চলচ্চিত্র - কনক্লেভ

সেরা পরিচালক - ব্র্যাডি করবেট, 'দ্য ব্রুটালিস্ট' ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন

বিজ্ঞাপন
সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার গেছে ব্র্যাডি করবেট ও তার ছবি 'দ্য ব্রুটালিস্ট'-এর ঘরে

সেরা অভিনেতা - অ্যাড্রিয়েন ব্রডি, 'দ্য ব্রুটালিস্ট ' ছবির জন্য পুরষ্কার পেয়েছেন

সেরা অভিনেত্রী- 'আনোরা' সিনেমার জন্য সেরা প্রধান অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন

সেরা পার্শ্ব অভিনেত্রী- জো সালদান, ছবি: এমিলিয়া পেরেজ

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালডানা, সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন ও সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি

অনুগামীদের ভোটে নির্বাচিত তারকা হয়েছেন ডেভিড জনসন

সেরা মৌলিক চিত্রনাট্য- জেসি আইজেনবার্গ, আ রিয়েল পেইন শন বেকার

অভিযোজিক চিত্রনাট্য বিজয়ী হয়েছেন- পিটার স্ট্রাগান, কনক্লেভ

ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যাক অডিয়ার্ড এমিলিয়া পেরেজের জন্য সেরা ইংরেজি ভাষার নয় এমন সিনেমার জন্য পুরষ্কার জিতেছেন।

সেরা সঙ্গীতের সুর দিয়ে বাফটা পুরষ্কার জিতে নিলেন ড্যানিয়েল ব্লুমবার্গ, দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য

সেরা সিনেমাটোগ্রাফি- দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য লল ক্রাউলি

সেরা সম্পাদনা - কনক্লেভ

জনপ্রিয় পপ গায়িকা আরিয়ানা গ্র্যান্দে পেয়েছিলেন সেরা  পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন

সেরা প্রোডাকশন ডিজাইন- উইকড

সেরা পোশাক- উইকড

সেরা কাস্টিং - আনোরা

ডেনিস ভিলেনিউভ, ডুন: পার্ট ২- সেরা ভিজ্যুয়াল এফেক্টস

সেরা মেকআপ করে বাফটা পুরষ্কার জিতলেন দ্য সাবস্ট্যান্স

সেরা অ্যানিমেটেড ছবি - ওয়ালেস অ্যান্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল

সেরা ব্রিটিশ শর্ট ফিল্ম হিসাবে পুরষ্কার পেয়েছেন রক, পেপার

সেরা ব্রিটিশ শর্ট অ্যানিমেশন হয়েছে ওয়ান্ডার টু ওয়ান্ডার

সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া টিমোথি শ্যালামে উপস্থিত হন প্রেমিকা কাইলি জেনারকে সঙ্গে নিয়ে

সেরা শিশু ও পারিবারিক সিনেমা হিসাবে বাফটা জিতেছে ওয়ালেস এবং গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল

সেরা তথ্যচিত্র - সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি

অভিযোজিক চিত্রনাট্য বিজয়ী- জেমস ম্যানগোল্ড এবং জে কক্স, আ কমপ্লিট আননোন

বাফটা ফেলোশিপ পুরষ্কারের পেলেন ওয়ারউইক ডেভিস।