যেভাবে অস্কারের সঙ্গে জুড়ে গেলো ‘যোধা আকবর’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘যোধা আকবর’ সিনেমার পোস্টারে ঐশ্বরিয়া রাই ও হৃতিক রোশন

‘যোধা আকবর’ সিনেমার পোস্টারে ঐশ্বরিয়া রাই ও হৃতিক রোশন

২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়াড়িকরের ‘যোধা আকবর’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। শনিবার এর ১৭ বছর পূর্ণ হয়েছে এটির।

এ উপলক্ষে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে অস্কার কর্তৃপক্ষ তথা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এটি অনুষ্ঠিত হবে মার্চে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে।

বিজ্ঞাপন
‘যোধা আকবর’ সিনেমায় হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই

অস্কারের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা আশুতোষ বলেন, ‘সিনেমাটির জন্য দর্শক যে ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। মুক্তি থেকে অস্কারের বিশেষ প্রদর্শনী পর্যন্ত এই সিনেমার পথচলা, আমাদের সবার জন্যই বড় প্রাপ্তি। এই প্রদর্শনী শুধু সিনেমার উদযাপন নয়; বরং আমাদের সমৃদ্ধ সংস্কৃতির উদযাপন।’

‘যোধা আকবর’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই। মুঘল সম্র্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ক্লাসিক সিনেমাটি। ঋতিক রোশন ও ঐশ্বরিয়া রাইয়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে। গোয়ারিকরের গল্প বলার ঢঙের সঙ্গে, তাদের অন-স্ক্রিন রসায়ন ‘যোধা আকবর’কে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক অবস্থানে নিয়ে গেছে।

বিজ্ঞাপন
‘যোধা আকবর’ সিনেমায় ঐশ্বরিয়া রাই

এর আগে অ্যাকাডেমি বিখ্যাত পোশাক ডিজাইনার নীতা লুল্লার ‘কালার ইন মোশন’ প্রদর্শনীতে এই সিনেমায় পরা ঐশ্বরিয়া রাইয়ের জমকালো বিয়ের লেহেঙ্গা প্রদর্শন করেছিল। দারুণ সিনেমাটোগ্রাফি, জমকালো ক্ল্যাসিক পোশাক এবং চমৎকার সব গানের জন্য এই সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছিল। ৪০ কোটি রুপির সিনেমাটি আয় করেছিল ১২০ কোটি রুপি।