ভ‍্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর কথা বলে যে কাণ্ড পরীমণির

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরীমণি । ছবি: ফেসবুক

পরীমণি । ছবি: ফেসবুক

বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে ঢাকাই ছবির আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণির সময়। তবে প্রতিনিয়ত তিনি নানা কাণ্ড ঘটিয়ে চর্চায় থাকেন।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসের পরদিন অর্থাৎ গতকাল এক স্ট্যাটাসে তিনি জানান, রাতে লাইভে এসে তার 'ভ্যালেন্টাইন'-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন! নায়িকার সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। কারও প্রতিক্রিয়া, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। ফলে উৎসুক জনতা সেই লাইভ দেখার জন্য রাত জেগে অপেক্ষাও করলো।  

দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে পরীমণির সময় । ছবি: ফেসবুক

ঘোষণা অনুযায়ি রাত ১০ টায় লাইভে আসেন পরীমণি। কিন্তু তিনি লাইভে যে কাণ্ড করলেন তা দেখে যারপরনাই হতাশ নেটিজেন। কেউ কেউ তো বিরক্তও হয়েছে। কারণ ভ্যালেন্টাইনের কথা বলে পরী তার নতুন অনলাইন শপ ‘বডি’র প্রচারণা করেছেন! যেখানে মূলত বাচ্চা ও গর্ভবতী মায়েদের পোশাক পাওয়া যাবে। পোশাকগুলো ডিজাইন করেছেন পরীর বহুদিনের ব্যক্তিগত ডিজাইনার রুহুল চৌধুরী।

বিজ্ঞাপন

পরীমণি বলেন, ‘‘বডি’ হচ্ছে এমন একটা প্রোজেক্ট, যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি। শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন; এত বেশি অ্যাপ্রেসিয়েট করেন—আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবিলা করেছি—সেগুলোকে অনেকটা সহজ করে দিবে ‘বডি’।’’

পরীমণি । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, সম্প্রতি চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাঁধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। পরী জানিয়েছেন, এ মাসেই তারা ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন।