‘মা’ দীপিকার প্রথম রেড কার্পেট লুক ভাইরাল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক

দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক

মেয়ে দুয়া জন্মের পর দীপিকা পাড়ুকোন সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজ হাতে সন্তানকে বড় করতে চান। ঠিক যেভাবে তার মা তাকে গড়ে তুলেছিলেন। যে কারণে দীপিকা নতুন কোনও কাজও হাতে নেননি।

সন্তান জন্মের পর প্রথম দেশের বাইরে কোনও অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা

তবে কাজপাগল দীপিকার পক্ষে আর কতদিনই বা ঘরে বসে থাকা সম্ভব। কয়েকদিন আগেই ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের ২৫ বছর পূর্তিতে র‍্যাম্পে হাজির হন দীপিকা। এখানে তাকে রেট্রো এবং বোহো ভাইবস লুকে দেখা যায়। যদিও তার সেই লুকের সঙ্গে এভারগ্রীন অভিনেত্রী রেখার পুরনো দিনের সাজের মিল পেয়েছেন দুষ্টু নেটিজেন! দীপিকা এ যাত্রায় কম ট্রোল হননি।

বিজ্ঞাপন
ডিজাইনার মনিকা এবং কারিশমার ডিজাইনে একটি ফ্লোয়েবল কালো গাউন পরেছিলেন দীপিকা । ছবি: ফেসবুক

এবার সন্তান জন্মের পর প্রথম দেশের বাইরে কোনও অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা। এবং এটাই মা হওয়ার পর দীপিকার প্রথম রেড কার্পেট লুক। ২০২২ সাল থেকে ফরাসি জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন। দুবাইতে এই ব্র্যান্ডের রজতজয়ন্তী উদযাপনে অসাধারণ লুকে দেখা গেছে তাকে।

দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক

এই উপলক্ষে দীপিকা পাড়ুকোন ডিজাইনার মনিকা এবং কারিশমার ডিজাইনে একটি ফ্লোয়েবল কালো গাউন পরেছিলেন। চুল বেঁধেছিলেন সুন্দর খোঁপায়। সুরমায় আঁকা চোখের সঙ্গে গ্ল্যামারাস লুক তাকে আরও উজ্জ্বল করে তুলেছিলো। ৬৩.৭৬ ক্যারেটের হিরের নেকলেস তার সমস্ত সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিলো।

বিজ্ঞাপন
দীপিকা পাড়ুকোন । ছবি: ফেসবুক

অভিনেত্রী নিজেই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধুদের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা।’

দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন গত সেপ্টেম্বরে মেয়ে সন্তানের জন্ম দেন। তাকে শেষবার রোহিত শেঠির ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় দেখা গিয়েছিলো।