মুর্শিদাবাদের অলিগলিতে অরিজিৎ সিংয়ের স্কুটারে বিশ্ববিখ্যাত গায়ক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অরিজিৎ সিংয়ের স্কুটারে চড়ে শহর ঘুরে দেখলেন এড শিরান

অরিজিৎ সিংয়ের স্কুটারে চড়ে শহর ঘুরে দেখলেন এড শিরান

বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরান বর্তমানে ভারত সফরে রয়েছেন। তৃতীয়বারের মতো ভারত সফরে এবার ৬টি শহরে কনসার্ট করবেন গায়ক। এরইমধ্যে বেঙ্গালুরুর রাস্তায় গান গেয়ে বেশ আলোচনায় উঠে আসেন তিনি। এবার প্রিয় বন্ধু অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে স্কুটারে চড়ে ঘুরেছেন। যে ছবি-ভিডিও এখন ব্যাপক ভাইরাল।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে তার বাড়িতে পৌঁছান বিশ্বখ্যাত এই পপতারকা। সোমবার বিকালে দেখা যায় নৌকাবিহার করতে। এরপর রাতে দেখা গেল স্কুটির পিছনে চেপে ঘুরে বেড়াতে। শহর জুড়েই দাপিয়ে বেড়ালেন দুই বিখ্যাত গায়ক।

জানা গেছে, শিরানের আগামী কনসার্ট শিলংয়ে। তার আগে ঢুঁ মারলেন বন্ধুর বাড়িতে। শিলং যাওয়ার পথে কলকাতায় পা রেখেই মুর্শিদাবাদ চলে আসেন এড শিরান।

বিজ্ঞাপন

জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করেন। আর সেখানেই যা কাণ্ড ঘটালেন দুই কিংবদন্তি তা চমক লাগার মতো। তার আর অরিজিৎও স্কুটির পেছনে ব্রিটিশ বন্ধুকে চাপিয়ে জিয়াগঞ্জের অলিগলি-পাকস্থলি ঘুরিয়ে দেখালেন। শুধু তাই নয়, সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহারও করেন অরিজিৎ-শিরান। দুই গায়ককে দেখতে গঙ্গাপারে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।

রাতে নৈশ আহার করেন অরিজিৎ-এর বাড়িতেই করেন শিরান। দুই বন্ধুত্বের এই দিন নামচার নানা টুকরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, তারা একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন।

বিজ্ঞাপন

সংগীতশিল্পী এড শিরান এবার ভারত সফরে মোট ছয়টি শহরে কনসার্ট করবেন। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে। গত ৩০ জানুয়ারি পুনেতে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে এবারের ভারত সফর শুরু করেন এই গায়ক। ভারতের প্রতি শিরানের ভাললাগা বরাবরই প্রকাশ করেছেন তিনি। এর আগে দুইবার ভারতে এসেছিলেন শিরান। ২০১৭ সালে ও ২০২৪ সালে। দুবারই মুম্বাইয়ে পারফরম করেছিলেন। তবে এবার ভারতের ছয়টি শহরে পারফরমেন্স করবেন তিনি। সবকটি কনসার্ট শেষ হওয়ার পর তিনি ফিরে যাবেন লন্ডনে।