টম ক্রুজের ৩০ বছরের অসম্ভব মিশন এবার শেষ হচ্ছে!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টম ক্রুজ

টম ক্রুজ

৩০ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে হলিউডের জনপ্রিয় স্পাই-অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’ দীর্ঘ। এ পর্যন্ত মুক্তি পেয়েছে সিরিজের সাতটি কিস্তি। এখন অপেক্ষা চলছে অষ্টম সিনেমা ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ২’ মুক্তির। সিনেমাটি আগামী ২৩ মে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এবারও শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন টম ক্রুজ। তবে গুঞ্জন উঠেছে, এই কিস্তিই হতে পারে এই ফ্র্যাঞ্চাইজির শেষ অভিযান!

সম্প্রতি টম ক্রুজ ও পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন। এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে জল্পনা-কল্পনার কথা তুলে ধরেন তারা। যদিও কেউই গুঞ্জনের কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি, তবুও দুজনেই ইঙ্গিত দিয়েছেন যে, ‘দ্য ফাইনাল রিকনিং’ ইথান হান্টের গল্পের একটি চূড়ান্ত অধ্যায় হিসাবে তৈরি হয়েছে। অষ্টম কিস্তি প্রসঙ্গে ক্রুজ বলেছেন, ‘আপনাকে সিনেমাটি দেখতে হবে। এ মুহূর্তে এটি নিয়ে আলোচনা করা আমার পক্ষে কঠিন। কারণ, এটি আসলে এমন কিছু যা আপনাকে অনুভব করতে হবে।’

বিজ্ঞাপন
ছবি: আইএমডিবি

আর পরিচালক ম্যাককোয়ারি বলেন, ‘আমি আশা করি, এটি ৩০ বছরের গল্পের সন্তোষজনক উপসংহার। আমি মোটামুটি নিশ্চিত, দর্শক মনে করবে সিনেমার নামটি উপযুক্ত ছিল।’

এবারের মিশন টম ক্রুজের শেষ মিশন হতে যাচ্ছে এমন ধারনার অন্যতম কারণ ‘ডেড রেকনিং পার্ট টু’র নাম বদলে ‘ফাইনাল রেকনিং’ রাখা। এছাড়া টম ক্রুজের বয়সও একটা বড় বিষয়। আরো দুই তিন বছর পর এখনকার মতো স্টান্ট করা সম্ভব হবে না তার পক্ষে।

বিজ্ঞাপন

‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর মধ্য দিয়ে আবারো পরিচালকের আসনে থাকছেন ক্রিস্টোফার ম্যাকুয়ের। তার প্রতিই ভরসা রেখেছে প্যারামাউন্ট ও স্কাইডান্স।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু ব্যবসা, শুটিং ও নানা জটিলতার কারণে এটি পেছানো হয়। এখন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে এ বছরের ২৩ মে।

‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ২’র দৃশ্যে টম ক্রুজ । ছবি: আইএমডিবি