দর্শক মিস করছে নিশোকে, নিশো অভিনয়কে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আফরান নিশো । ছবি: শেখ সাদী

আফরান নিশো । ছবি: শেখ সাদী

প্রায় দুই বছর হতে চললো দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কোন নতুন কাজ দেখতে পাচ্ছে না দর্শক। নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে হইচই ফেলে দেওয়ার পর এতো লম্বা বিরতি আশা করেনি ভক্তরা।

খুশির খবর হলো, আর কিছুদিনের অপেক্ষা। আসছে ঈদুল ফিতরে দেখা যাবে এই অভিনেতার নতুন সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালনায় ছবিটিতে অভিনয় আরও অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

বিজ্ঞাপন
আফরান নিশো । ছবি: শেখ সাদী

প্রায় দুই যুগের ক্যারিয়ারে প্রচুর টিভি নাটকে কাজ করেছেন, গত কয়েক বছরে তাকে ওটিটিতে দেখা গেছে ‘রেডরাম’, ‘কাইজার’ বা ‘সিন্ডিকেট’-এর মতো প্রশংসিত কাজে। হঠাৎই কাজ থেকে বিরতি নিলে কি মানসিকভাবে মানিয়ে নিতে সমস্যা হয়? নিশো স্বীকার করলেন, তিনি অভিনয়কে মিস করেন।

সঙ্গে এ-ও বললেন, ‘নাটক করার সময়টা খুব হার্ড লাইফ। একটা নাটক দুই দিনে শুট হতো। আমি সব সময় চাইতাম আরাম করে কাজ করতে। ওটিটি বা সিনেমার ক্ষেত্রে সময় পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন বিজ্ঞাপনের কাজে যুক্ত হয়েছি। কিন্তু হ্যাঁ, নাটক, ওটিটি, সিনেমার কাজ করা হচ্ছে না, সেটা আমি মিস করি। কিন্তু এমন না যে আমি কাজের মধ্যে নেই। বসে থাকাটাও আমি একটা কাজের মধ্যেই ধরি। বসে থেকে ভাবি, পড়ি কিছু, আমার ব্যক্তিত্বটাই এ রকম যে যখন কোনো কাজ নেই, তখনো কিছু কাজ বের করে তার মধ্যে বুঁদ হয়ে থাকি। সেটা হতে পারে বই, সেটা হতে পারে আমার গাড়ি। আমি সময়-সময় একটা অভিজ্ঞতার মধ্যে থাকি, তাই আমার বিরক্ত লাগে না। তা ছাড়া পরিবারকে সময় দিই।’

বিজ্ঞাপন
আফরান নিশো । ছবি: শেখ সাদী

এতোদিন পর্দায় না থাকা নিয়ে নিশো আরও বলেন, ‘আমি তো লুকিয়ে ছিলাম না, সবার সামনেই ছিলাম। সিনেমা নিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আছে। নির্দিষ্ট সময়ে আমি আমার দর্শকের সামনে আসতে চাই। সবকিছুই যে আগে থেকে তাদের জানিয়ে দিতে হবে, আমি সেটা বিশ্বাস করি না।’

নিশোর ভাষ্য, ‘‘আমার কাছে সময়ের কোনো অভাব নেই। ক্যারিয়ার শুরুর ২৩-২৪ বছর পর সিনেমায় নাম লেখালাম। সেখানেও তাড়াহুড়া ছিল না। প্রথম সিনেমা আসার পর পরবর্তী সিনেমা কী হবে, সেটার পরিকল্পনা চলছিল। গল্প আসছে, বাজেট মিলছে তো মিলছে না, আরও অনেক গল্প পড়ছি। সেখান থেকে আমার সেরার সেরাটাই বেছে নেওয়া উচিত। সেই জায়গা থেকে একাধিক সিনেমার মধ্যে এটা একটা ‘দাগি’। এটা এমন না নিজেকে লুকিয়ে রেখেছিলাম, এটা হলো সঠিক সময়ে সঠিক তথ্যটা দর্শকের কাছে পৌঁছানো। এটা অনেক সময় আমি সেট করি, অনেক সময় টিম সেট করে। এ সিনেমাটি যে করছি সেটা অনেক আগে চূড়ান্ত হয়েছিল।’

আফরান নিশো । ছবি: শেখ সাদী