বাঁধনকে খোঁচা তসলিমা নাসরিনের
-
-
|

তসলিমা নাসরিন ও আজমেরী হক বাঁধন
যে দেশে নারীসমাজের জন্য আওয়াজ তুলে বিতাড়িত হতে হয়েছে, সে দেশের প্রত্যেক মুহূর্তের নৈরাজ্যের খবর তার ফেসবুক ওয়ালে। বরাবর বাংলাদেশের যে কোনও ইস্যু নিয়ে তিনি সরব। বর্তমানে ‘বদলের বাংলাদেশ’ নিয়ে টানা লিখে চলেছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। এবার তার খোঁচা জনপ্রিয় আজমেরী হক বাঁধনকে!
গত বছরের আগস্টে উত্তাল বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাঁধন। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। প্রশ্ন করেছিলেন দেশের সংস্কারের পক্ষে। তাকে মাইকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই।’ আবার কখনও বা অগ্নিগর্ভ পরিস্থিতিতে আঁশবঁটি হাতে রাতের ঢাকায় পাহারা দিতে দেখা গিয়েছে তাকে। বাঁধন বরাবরই সাহসী। স্বাধীনচেতা। স্পষ্টভাষী।

শেখ হাসিনা পতনের পর পট পরিবর্তনের এই বাংলাদেশে ঘটে যাওয়া বেশকিছু ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই দেশের পরিস্থিতি নিয়ে সন্দিহান। এবার সেই আবহেই আজমেরী হক বাঁধনের খোঁজ করলেন তসলিমা নাসরিন। অভিনেত্রী দেশ সংস্কারের দাবি তুলেছিলেন গত আগস্টে, নতুন রাষ্ট্রে কী কী সংস্কার তিনি করেছেন? জানতে চাইলেন লেখিকা।
ফেসবুকে ছাত্র আন্দোলনের সময়ের বাঁধনের একটি ভিডিও পোস্ট করে তসলিমা প্রশ্ন ছুঁড়লেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ লেখিকার সেই পোস্টে অনেকেই আজমেরী হক বাঁধনকে কটাক্ষ করেছেন। কেউ বা আবার অভিনেত্রীকে ‘অমাবস্যার চাঁদ’ বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গত বুধবার মুজিবের স্মৃতিবিজড়িত বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে ‘বিপ্লবী’ ছাত্ররা। এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিন বিকেলেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং আরেক অভিনেত্রী সোহিনী সাবাকে। দিন কয়েক আগে পরীমণিও শিল্পীদের উপর হওয়া অনাচার নিয়ে মুখ খুলেছিলেন।