অভিনয়ে সুযোগ পাওয়ার আশায় ৪ কোটি খোয়ালেন মন্ত্রীর মেয়ে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রাক্তন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের ও তার কন্যা আরুষি নিশঙ্কের

প্রাক্তন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের ও তার কন্যা আরুষি নিশঙ্কের

আর্থিক প্রতারণার শিকার হলেন মোদি সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের কন্যা আরুষি নিশঙ্কের। প্রযোজক যুগল মানসী এবং বরুণ বাগলার বিরুদ্ধে জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং হেনস্থার অভিযোগ দায়ের করেছেন আরুষি।

আরুষি জানিয়েছেন, ভুল বুঝিয়ে ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ নামের একটি ছবিতে তাকে বিনিয়োগ করান প্রযোজক-যুগল। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং শানায়া কাপুর। তাকে ৫ কোটি টাকা বিনিয়োগ করতে বলা হয়। ছবিতে একটি চরিত্রে তাকে অভিনয়ের সুযোগ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজগক-যুগল। ছবি যা ব্যবসা করবে, তার ২০ শতাংশ, প্রায় ১৫ কোটি পাওয়ার কথা ছিল তার।

বিজ্ঞাপন

আরুষির দাবি, ছবিতে যে চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, তা পছন্দ না হলেও ১৫ শতাংশ হারে সুদ-সহ মূল টাকা ফেরত পাওয়ার কথা ছিল তার। সেই মতো ২০২৪ সালের ৯ অক্টোবর মউ স্বাক্ষরিত হয়। পর দিনই প্রযোজক-যুগলকে ২ কোটি টাকা দেন তিনি। জোরাজুরি করে মোট ৪ কোটি টাকা আদায় করা হয় তার থেকে। ২৭, ৩০ অক্টোবর এবং ১৯ নভেম্বর প্রযোজকদের টাকা দেন তিনি।

 ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ নামের সেই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং শানায়া কাপুর

কিন্তু টাকা নেওয়ার পর প্রযোজকরা কথা রাখেননি বলে দাবি আরুষির। তিনি জানিয়েছেন, তাকে প্রোমোটও করেননি প্রযোজকরা, চিত্রনাট্যও পাকা করেননি। পরবর্তীতে ছবি থেকে বাদ দেওয়া হয় তাকে। টাকা ফেরত চাইতে গেলে জানানো হয়, তার জায়গায় অন্য অভিনেত্রীকে ছবিতে নেওয়া হয়েছে। তাকে মানসিকভাবেও হেনস্থা করা হয় বলে দাবি আরুষির। ছবির গোটা টিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা হলেও, তাকে কেটে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

টাকা ফেরত চাইতে গেলেও তাকে হেনস্থা করা হয় বলে দাবি করেছেন আরুষি। জানিয়েছেন, তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়। মানহানির মামলা থেকে আইনি পদক্ষেপ এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। আরুষির দাবি, তিনি অনগ্রসর গাড়োয়ালি সম্প্রদায়ের অংশ বলে, তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন প্রযোজকরা। তার শরীরের গঠন নিয়েও কটাক্ষ করা হয়, কটূক্তি করা হয় তাকে।

তথ্যপ্রযুক্তি আইনে ওই প্রযোজক-যুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আরুষি। জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকি, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে দেহরাদূণের পুলিশ।