আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে অ্যাওয়ার্ডে ভূষিত হলাম: তৌহিদ আফ্রিদী

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ গলায় পরে পোজ দিয়েছেন তৌহিদ আফ্রিদী

‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ গলায় পরে পোজ দিয়েছেন তৌহিদ আফ্রিদী

দেশের অন্যতম সফল ইউটিউবার তৌহিদ আফ্রিদী বেশ কয়েক মাস আগের মতো সোশ্যাল মিডিয়ায় সরব নন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তার উপর পড়েছে নেতিবাচক প্রভাব।

তবে আফ্রিদীর কনটেন্টের ভক্ত যারা তাদের জন্য এই তারকা দিলেন সুখবর। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন যে, তিনি ‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন! যেট প্রদাণ করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তরফ থেকে।

বিজ্ঞাপন
তৌহিদ আফ্রিদী

আফ্রিদীর ঠিকানায় চলে এসেছে সেই পুরস্কার। ফেসবুক পোস্টে সেই মেডেল ও সার্টিফিকেটের ছবি পোস্ট করেছেন। সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটি ২০২৪-এর পুরস্কার, আর তাতে সাক্ষর রয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের।

আফ্রিদী লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহ তা’আলার। আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন ও তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান। তার অশেষ মেহেরবানীতেই আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম।’

বিজ্ঞাপন
‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ গলায় পরে পোজ দিয়েছেন তৌহিদ আফ্রিদী

তিনি আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভোলান্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন। সত্যি বলতে আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। আমি আপনাদের জন্য এগিয়ে গেছি আপনাদের ভালোবাসা পাওয়ার লোভে। অথচ আজ দেখুন, আমি না চাইতেই অ্যাওয়ার্ডটি ঠিকই আমার ভাগ্যে চলে আসলো। অথচ আমার যেটা চাওয়া, আপনাদের অনেকের সেই ভালোবাসা থেকেই হয়তো আমি বঞ্চিত! আমি এখনো বিশ্বাস করি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনিই হয়তো আমাকে সামনে এগোনোর সঠিক পথ দেখাবেন।’

‘দ্য প্রেসিডেন্টস; ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এর সার্টিফিকেট

তার এই পোস্ট দারুণ সাড়া ফেলেছে। এরইমধ্যে প্রায় ৫০ হাজার রিঅ্যাক্ট এসেছে পোস্টটিতে। মন্তব্য এসেছে সাড়ে চার হাজারের বেশি। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।