সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। বিভিন্ন সময়েই নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। পাশাপাশি নিয়মিত ব্লগও লেখেন।
এবার সেই সোশ্যাল মিডিয়াতে এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক নেটিজেনরা! অনুরাগীরা অমিতাভের পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।
বিজ্ঞাপন
অমিতাভ বচ্চন । ছবি: ফেসবুক
গত শুক্রবার রাতে হঠাৎই নিজের এক্স-এ (টুইটার) বিগ বি লিখলেন, ‘টাইম টু গো…’ অর্থাৎ চলে যাওয়ার সময় এসেছে। এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন শাহেনশাহ? সব ঠিক আছে তো?
অমিতাভ অবশ্য তার পোস্টে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি ঠিক কী ছেড়ে চলে যেতে চাইছেন, তা স্পষ্ট করেননি। বলিপাড়ার গুঞ্জন বলছে, অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন অমিতাভ বচ্চন।
বিজ্ঞাপন
অমিতাভ বচ্চন । ছবি: ফেসবুক
এমনকী শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অবসর ঘোষণা করতে পারেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান। এই মুহূর্তে কৌন বানেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ। ব্যারিটন আওয়াজে বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে।
সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে। তবে গুঞ্জন রটলেও, এই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবার।
কৌন বানেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন । ছবি: ফেসবুক
বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট স্থগিত
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
ছবি: সংগৃহীত
বিনোদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।
বিবাহবার্ষিকীতে বায়োপিকের ঘোষণা দিলেন সৌরভ গাঙ্গুলী
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
সৌরভ গাঙ্গুলী
বিনোদন
২৮ তম বিবাহবার্ষিকীর মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় বাংলার তারকা দম্পতি সৌরভ গাঙ্গুলী এবং ডোনা গাঙ্গুলী। ২১ ফেব্রয়ারি নিজের বিবাহবার্ষিকীতে ‘দাদা’ নিজেই ঘোষণা দিলেন তার জীবনীর ভিত্তিতে তৈরি হওয়া সিনেমার। বড় পর্দায় মহারাজ সৌরভ গাঙ্গুলী চরিত্রে অভিনয় করা শিল্পীর নামও প্রকাশ করলেন নিজেই।
বলিউডে বায়োপিক বানানোর ট্রেন্ড নতুন কিছু নয়। সেই তালিকায় এবার যোগ হচ্ছেন কলকাতার বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। কিংবদন্তী এই খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করার জন্য অনেক আগে থেকেই অভিনেতা নির্বাচনের কাজ চলছিল। অবশেষে জানা গেল, কোন অভিনেতা চূড়ান্ত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী নির্মাতারা সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্য রাজকুমার রাও-কে চূড়ান্ত করেছেন। এই খবর নিশ্চিত করেছেন সৌরভ নিজেই। তাঁর আত্মজীবনীমূলক ছবির প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি যত দূর শুনেছি, সেই অনুযায়ী রাজকুমার রাও এই ভূমিকায় (মুখ্য চরিত্রে) অভিনয় করবেন। কিন্তু তারিখ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। আর তাই এই ছবিটা পর্দায় আসতে এক বছরের বেশি সময় লেগে যেতে পারে।’
ইতোমধ্যেই রাজকুমারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। অভিনেতার হাতে একাধিক ছবি। তাই এখনও তারিখ দিয়ে উঠতে পারেননি। তবে চিত্রনাট্য ঘষামাজার কাজ শেষ। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে এই বায়োপিক ছবির শুটিং। গুঞ্জন রয়েছে সৌরভপত্নী নৃত্যশিল্পী ডোনার চরিত্রে অভিনয়ের জন্য তৃপ্তি দিমরিকে চূড়ান্ত করা হয়েছে। সৌরভ-ডোনার একমাত্র সন্তান সারা’র আর্জিতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই তথ্য এখনো শতভাগ নিশ্চিত নয়।
সিনেমা তৈরির সিদ্ধান্ত হওয়ার পর থেকেই একাধিক এ-লিস্টেড বলিউড অভিনেতার নাম শোনা গিয়েছিল। শুরুতে শোনা যাচ্ছিল যে রুপালি পর্দায় সৌরভ হবেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এরপর বলিউড তারকা রণবীর কাপুরের নামও উঠে এসেছিল। এমনও শোনা গেছে সৌরভের বায়োপিকের জন্য সবার আগে আয়ুষ্মান খুরানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকি এই সিনেমার জন্য নাকি প্রস্তুতি পর্বও সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু কোনো কারণে এই ছবি থেকে সরে দাঁড়িয়ে ছিলেন আয়ুষ্মান। এরপর রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। তবে রণবীর নাকি ছবিটি করতে আগ্রহ প্রকাশ করেননি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এ নতুন নাটক, গান আর নাচের আয়োজন
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
বিশেষ নৃত্য পরিবেশনায় রয়েছেন শাওন শান এবং সিনথিয়া ইয়াসমিন
বিনোদন
বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন একুশে ফেব্রুয়ারি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে।
এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সেজেছে বিশেষ আয়োজনে। দিনব্যাপি সম্প্রচারিত অনুষ্ঠানমালায় এদিন সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা, ১০টা ৪০ মিনিটে ‘শিশুতোষ অনুষ্ঠান, ১১টা ২০ মিনিটে ‘কবিতা আবৃত্তি।
‘ভাষার গান' অনুষ্ঠানে শফি মন্ডল
৫টা ৪০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কথাসাহিত্যে অমর একুশে, ৬টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য ‘একুশের চেতনায় জাতিসত্তা ও স্বাধীনতা। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। সাড়ে ৮টায় রয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।
‘বর্ণমালার গান’ নাটকের দৃশ্য
রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বর্ণমালার গান’। জামিউর রহমান লেমনের রচনায় এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। অভিনয় করেছেন নাজিয়া ফারহা, কবির হোসেন, জেবা জান্নাত, হুমায়ূন কাবেরী, গাজী ফারুক প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে- আবির, শুভ ও নিশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর বাংলা ভাষাতত্ত্ব ও বর্ণমালা বিকাশের উপর পিএইচডি করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি শিক্ষার্থী লারা। গবেষণার কাজ সম্পন্ন করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ভিনদেশী শিক্ষার্থী লারা বাংলা ভাষার ইতিহাস জানতে গিয়ে অবাক হয়। সে জানতে পারে কীভাবে একটি জাতি তথা বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের রক্ত দিয়েছে। একুশে ফেব্রুয়ারিতে পিএইচডি শিক্ষার্থীরা একুশের অনুষ্ঠানের আয়োজন করে। ঐ অনুষ্ঠানে লারা বাংলায় লেখা তার নিজের একটি কবিতা পাঠ করে। বাংলা ভাষা নিয়ে তার লেখা কবিতাটি সবাইকে অবাক করে।
নৃত্যানুষ্ঠানের দৃশ্য
রাত ১০টায় রয়েছে ‘আলেখ্যানুষ্ঠান। এছাড়াও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
ইউনেস্কো সদর দফতরে বাংলাদেশ সাংস্কৃতিক দলে আছেন যারা
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
ইউনেস্কো সদর দফতরে বাংলাদেশ সাংস্কৃতিক দল
বিনোদন
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ফেসবুকে দারুণ এক খবর দিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানালেন, বাংলাদেশের শিল্পীদের একটি দল পৌঁছেছেন ইউনেস্কোর সদর দফতরে। সেখান থেকে পাঠানো কিছু ছবিও পোস্ট করেছেন ফারুকী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ইউনেস্কোর সদর দফতরে বাংলাদেশ সাংস্কৃতিক দল। আমি নিশ্চিত তারা আগামীকাল সন্ধ্যায় প্যারিসের সময় ৬টা ১৫ মিনিটে আপনাকে মুগ্ধ করবে। চোখ রাখুন’
ফারুকীর পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, ইউনেস্কোর সদর দফতরে উপস্থিত হওয়া সেই সাংস্কৃতিক দলে আছেন অভিনেত্রী ও গায়িকা পারশা মাহজাবীন পূর্ণী, র্যাপার শেজান, বাউল গানের শিল্পী ইসলাম উদ্দিন পালাকার, যন্ত্রশিল্পী মিথুন চক্রসহ আরও কয়েকজন।
ইউনেস্কোর সদর দফতরে বাংলাদেশ সাংস্কৃতিক দল
তবে এই দল ইউনেস্কোর সদর দফতরে কেন, কবে বা সেখানে কি কি কার্যক্রমে অংশ নেবেন তার কিছুই জানা যায়নি ফারুকীর স্ট্যাটাসে। তবে যে শিল্পীদের দেখা যাচ্ছে এই দলে তাদের একাধিক শিল্পী জুলাই বিপ্লবের সময় ছাত্রদের পক্ষে গান গেয়ে জনমত গঠনে সহায়তা করেছিলেন। যেমন, র্যাপার শেজান গেয়েছিলেন ‘কথা ক’ নামের গানটি। পারসা মেহজাবীনের ‘চলো ভুলে যাই’ গানটিও তখন বেশ আলোচনায় আসে।
ইউনেস্কো সদর দফতরে বাংলাদেশ সাংস্কৃতিক দলে রয়েছেন যন্ত্রশিল্পী মিথুন চক্র
এদিকে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব। এটি প্রত্যেকবার যেভাবে পালিত হয়, এবারও সেভাবেই হবে।
তিনি আরও বলেন, অস্বীকার করছি না যে, কোথাও কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে না। তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠানও হচ্ছে। যেখানে সমস্যা, সেখানেই আমরা সঙ্গে সঙ্গেই সমাধান করার চেষ্টা করছি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাট্যোৎসব বন্ধের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। তাদেরই (নাট্যকর্মীদের) আরেকদলের অভিযোগের প্রেক্ষিতেই সেটি বন্ধ করা হয়েছে। কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠী এর সঙ্গে জড়িত নয়। এর সঙ্গে সরকারেরও কোনো সম্পৃক্ততা নেই।
ফারুকী আরও বলেন, আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করবো না। অনেক কাজ আমি আড়ালে করে থাকি। সেটি হয়তো আমরা বলবার প্রয়োজনীয়তা মনে করি না। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকে বলবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি কথার উত্তর আমরা দিতে পারি না।
ইউনেস্কো সদর দফতরে বাংলাদেশ সাংস্কৃতিক দলে রয়েছেন র্যাপার শেজান ও পারশা মাহজাবীন পূর্ণী
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্রগুলো মাঠপর্যায় প্রচারের কোনো নির্দেশনা ডিসিদের দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি বানানো হয়েছে। এগুলো মাঠপর্যায়ের প্রশাসন এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই কাজটি চলমান।