‘লিজেন্ড’ ডাকায় যে কাণ্ড ঘটালেন টাইটানিক নায়িকা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট

অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট

কেট উইন্সলেট হলিউডের অন্যতম একজন মেধাবী অভিনেত্রী। ‘টাইটানিক’ তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিলেও লম্বা অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন সিনেমায় ভিন্নধর্মী অভিনয় তাকে মহাতারকার কাতারে নিয়ে গেছে। তাকে ‘লিজেন্ড’ মানতে কারও দ্বিধা নেই। তবে কেটের বোধ হয় নিজের নামের পাশে ‘লিজেন্ড’ শব্দটি ব্যবহারে আপত্তি আছে।

সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর হোস্ট নিকি গ্লেসার কেটকে ‘লিজেন্ড’ হিসাবে সম্বোধন করেন। উপস্থাপিকার কণ্ঠে লিজেন্ড হিসেবে কেট ব্ল্যানচেট, কলিন ফারেলের মতো তারকার সঙ্গে উঠে আসে কেটের নাম।

বিজ্ঞাপন
ক্ল্যাসিকের মর্যাদা পাওয়া ‘টাইটানিক’ সিনেমার দৃশ্যে কেট উইন্সলেট

নিকি যখন তার নাম উচ্চারণ করেন, স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখার জন্য অনুষ্ঠানের সব ক্যামেরা তার দিকেই তাক করা হয়। তখনই ক্যামেরায় ধরা পড়ে কেটের অস্বস্তিকর প্রতিক্রিয়া। বোঝাই যায়, লিজেন্ড কথাটিতে তার ঘোর আপত্তি।

সেই মুহূর্তের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি কেনো?’

বিজ্ঞাপন
গোল্ডেন গ্লোব ২০২৫-এর আসরে কেট উইন্সলেটের আজব মুখভঙ্গি

ভিডিওটির নিচে কেটের ভক্ত-অনুরাগীরা মজার মজার সব মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ক্যামেরা থেকে লুকিয়ে রাখা কেট উইন্সলেটের অভিব্যক্তি খুবই মজার।’

অন্য একজন লিখেছেন, ‘কেট উইন্সলেটের মুখ, লোল!’ একজন মজা করে লিখেছেন, ‘কেটের মুখের ভঙ্গি মিমস তৈরি করার জন্য একদম পারফেক্ট।

কেট উইন্সলেট

উল্লেখ্য, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫- এ কেট দু’টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। প্রথমটি, ড্রামা মুভি ‘লী’ তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে। অন্যটি, ‘দ্য রেজিম’ নামে একটি মোশন পিকচারের জন্য সেরা অভিনেত্রী বিভাগে। তবে এ বছর কেট কোনও পুরস্কার পাননি।