বড়পর্দার পর ফের ছোটপর্দায় ফিরছেন মেহজাবীন

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘নীল সুখ’-এর পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান

‘নীল সুখ’-এর পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান

‘প্রিয় মালতী’ সিনেমাটি দিয়ে গত বছর বড়পর্দায় দারুণ অভিষেক হয়েছে ছোটপর্দা থেকে সুপারস্টার হয়ে ওঠা মেহজাবীন চৌধুরীর। বর্তমানে সেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে চরকিতেও দেখা যাচ্ছে।

এরইমধ্যে নতুন খবর আসলো জনপ্রিয় এই অভিনেত্রীর। ভালোবাসা দিবসে তার কাজ মানেই দর্শকের কাছে আলাদা আকর্ষন। তাই তো এবারও ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। আসছে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘নীল সুখ’।

বিজ্ঞাপন
মেহজাবীন চৌধুরী

গতকাল থেকেই শুরু হয়েছে সেই কাজটির প্রচারণা। সোশ্যাল মিডিয়ায় ‘অর্পা ও মারুফ আসছে তাদের ভালোবাসার গল্প নিয়ে’ এমন ট্যাগ লাইনে চলছে প্রচারণা। তবে মেহজাবীনের কাজ ফ্রিতে দেখার সুযোগ এবারও পাচ্ছেন না দর্শক।

কারণ ‘নীল সুখ’ মূলত একটি ওয়েব কনটেন্ট, আর সেটি মুক্তি পাবে দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এটি নির্মাণ করেছেন মেহজাবীনের অনেক সাড়া জাগানো কাজের নির্মাতা ভিকি জাহেদ। তবে এবার আর মেহজাবীনের সঙ্গে তার জনপ্রিয় কোন জুটিকে দেখা যাবে না। ‘নীল সুখ’-এ মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন মডেলিং থেকে জনপ্রিয়তা পাওয়া ফররুখ আহমেদ রেহান।

বিজ্ঞাপন
 ফররুখ আহমেদ রেহান

বলা দরকার, ভিকি জাহেদের হাত ধরেই অভিনয়ে প্রথম নজর কাড়েন রেহান। মজার বিষয় হলো, ‘আরারাত’ নামের সেই ওয়েব কনটেন্টেও রেহানের সহকর্মী ছিলেন মেহজাবীন চৌধুরী। তবে সেখানে রেহানের উপস্থিতি ছিলো স্বল্প। ফলে বলা যায় এবারই প্রথম দেখা যাবে মেহজাবীন-রেহান জুটিকে। বরের সাজে শুয়ে থাকা রেহানের ঠোটে জলন্ত সিগারেট, তার বুকে সী গ্রীণ শাড়ি পরা রহস্যময়ী মেহজাবীনের হাতে ধরা নীল ফুল। এমন পোস্টার দেখেই দর্শকের আগ্রহ বেড়েছে কাজটি দেখার জন্য।

‘নীল সুখ’-এর পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান

যদিও কাজটি নিয়ে এখনো বিস্তারিত কিছুই জানাননি নির্মাতা কিংবা অভিনয়শিল্পীরা। প্রযোজনা প্রতিষ্ঠান বিঞ্জ জানিয়েছে, আগামী ১০ তারিখ একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘নীল সুখ’ নিয়ে বিস্তারিত জানানো হবে।