‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার দেখে দর্শক বলছে পরীর সেরা কাজ

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ পরীমণি

ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ পরীমণি

একটু আগেই প্রকাশিত হলো ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার।

পরীকে যারা অনুসরণ করেন তারা ভালোই জানেন, এই কাজটি নিয়ে তিনি কতোটা এক্সাইটেড। প্রচার-প্রচারণায় কোন কমতি রাখছেন না এই নায়িকা।

বিজ্ঞাপন
ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ নূর ইমরান ও পরীমণি

এবার ট্রেইলার দেখে বোঝা গেলো কেন পরীমণি ‘রঙিল কিতাব’ নিয়ে এতোটা এক্সাইটেড! কাজ ভালো হলে তা দর্শককে দেখানোর জন্য অভিনয়শিল্পী তো এক্সাইটেড থাকবেনই। আর এটাও সত্যি যে ভালো কাজ হলে তা দর্শকের কাছে পৌঁছতেও বেশি সময় লাগে না। তাইতো অল্প সময়েই ট্রেইলারটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। হইচই বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত ট্রেইলারটির মন্তব্যের ঘরে শুধুই প্রশংসা দেখা যাচ্ছে। দর্শক বলছে, এটিই পরীর এ পর্যন্ত করা সেরা কাজ।

ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ পরীমণি

‘রঙিলা কিতাব’-এ পরীকে দেখা যাবে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করতে। তিনি এখানে একজন পাতি গুণ্ডার স্ত্রী। বুঝতেই পারছেন চরিত্রটিতে নেই কোন গ্ল্যামারের ছোঁয়া। কিন্তু পরী তার অভিনয়ের গ্ল্যামার দিয়ে দর্শক ধরে রাখবেন, ট্রেইলার দেখে এটা আন্দাজ করাই যায়।

বিজ্ঞাপন

পরী ব্যক্তিজীবনেও দুই সন্তানের মা। তাই গর্ভবতী চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলা তার জন্য সহজ হয়েছে। তার হাটা চলা, কথা বার্তা এমনকি গর্ভবতী অবস্থায় একজন নারীর শ্বাস প্রশ্বাস নেওয়ার সুক্ষ বিষয়গুলোও পরী খেয়াল রেখেছেন। এ ক্ষেত্রে ‘দেবী’ সিনেমাখ্যাত গুণী নির্মাতা অনম বিশ্বাসের কৃতিত্ব রয়েছে অনেকখানি। তিনি এই সিরিজের নির্মাতা। পরীকে দিয়ে তার সেরাটা বের করে নিতে পেরেছেন অনম, এজন্যই দর্শক বলছে এটি পরীর সেরা কাজ হতে চলেছে।

ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ নূর ইমরান ও পরীমণি

হইচই-এর এই সিরিজটি তৈরি হয়েছে কিঙ্কর আহসানের বেস্ট সেলার উপন্যাস থেকে। নির্মাতা অনম বিশ্বাস দারুণভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন। দর্শক বলছে, ট্রেইলারে যে সাসপেন্স তিনি রেখেছেন তাতে পুরো সিরিজটি দেখার বিষয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

‘রঙিল কিতাব’ ওয়েব সিরিজে একজন পাতি গুণ্ডা তার পেশাগত ঝামেলার জন্য সন্তানসম্ভভা স্ত্রীকে ট্রাপে ফেলে দেন। এরপর পরিবারকে বাঁচাতে তার নিদারুণ প্রয়াস দেখা যাবে এতে। পরীর স্বামীর চরিত্রে অনবদ্য লেগেছে মোস্তাফিজুর নূর ইমরানকে। এছাড়া খল চরিত্রে মেধাবী অভিনেতা ফজলুর রহমান বাবুর অভিনয় এবং পাথর বসানো একটি চোখ দারুণ ভীতির সঞ্চার করে। সিরিজটিতে আরও দেখা যাবে ইরেশ যাকের, মনোজ প্রমাণিক-এর মতো দক্ষ অভিনয়শিল্পীদের। রয়েছে সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কম্পোজার ইমরানের সাড়া জাগানোর মতো একটি গান।

ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ নূর ইমরান ও পরীমণি

‘রঙিল কিতাব’ ওয়েব সিরিজটি আসছে ৮ নভেম্বর মুক্তি পাবে হইচইতে।