পোল্যান্ডের ক্যারোলিনার মাথায় উঠলো বিশ্ব সুন্দরীর মুকুট

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যারোলিনা বিলাস্কা

ক্যারোলিনা বিলাস্কা

পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কার মাথায় উঠলো বিশ্বসুন্দরীর মুকুট। চলতি বছর পুয়ের্তো রিকোতে বসেছিল এই সৌন্দর্য প্রতিযোগিতার ৭০তম আসর। সেখানেই ‘মিস ওয়ার্ল্ড’র খেতাব জয় করেন ক্যারোলিনা।


এবারের প্রতিযোগিতায় আমেরিকার শ্রী শাইনি আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় হয়েছেন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।

বিজ্ঞাপন

‘মিস ওয়ার্ল্ড অরগানাইজেশন’ অনুসারে ক্যারোলিনা বর্তমানে ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন এবং তার ইচ্ছে আছে পিএইচডি করার। পাশাপাশি মডেল হিসেবেও কাজ করছেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।


ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সাথে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, নাম Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়। এই সমস্যা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়াস করা হয়। প্রতি রবিবার এই প্রোজেক্টের মাধ্যমে গরম খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

বিজ্ঞাপন