ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ তেজগাঁও কলেজ গ্রীন ভয়েস'র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পবিত্র রমজান উপলক্ষ্যে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস'র তেজগাঁও কলেজ শাখার সদস্যরা।

রোববার (৯ মার্চ) বিকাল ৫ টায় তেজগাঁও কলেজের সামনের সড়কে থাকা এসমস্ত মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইফতার বিতরণের সময় গ্রীন ভয়েস তেজগাঁও কলেজে শাখার সভাপতি শাহরীন সেজুতি বার্তা ২৪. কমকে বলেন, গ্রীন ভয়েসের পক্ষ থেকে পথশিশু ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা অনেক খুশি। আগামীদিনেও আমরা মানুষের জন্য কাজ করে যাবো।

ছবি: বার্তা২৪.কম

ইফতারি পেয়ে পথশিশু ও ছিন্নমূল মানুষ আনন্দিত হয়ে বলেন, রোজার সময়ে আমরা এই প্রথম কারও কাছ থেকে ইফতারি পেয়েছি। ইফতারি পেয়ে আমরা অনেক খুশি।

বিজ্ঞাপন
ছবি: বার্তা২৪.কম

ইফতার আয়োজনে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, গ্রীন ভয়েস পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি মানব উন্নয়নেও কাজ করে। তেজগাঁও কলেজ শাখার সদস্যদের এরকম কার্যক্রম দেখে অনেক খুশি হয়েছি। তারুণ্যের হাত ধরে গ্রীন ভয়েস আরও এগিয়ে যাবে।