ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন
-
-
|

ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে।
রোববার (৯ মার্চ) এসব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেন নি। সেই সাথে বিভিন্ন বিভাগ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।
ক্লাস ও পরীক্ষা বর্জন করা বিভাগগুলো হলো তথ্য বিজ্ঞান ও গ্ৰন্থাকার ব্যবস্থাপনা বিভাগের সকল ব্যাচ,দর্শন বিভাগের সকল ব্যাচ , টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সকল ব্যাচ , রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, সংগীত বিভাগের১৬, ১৭ ব্যাচ, বাংলা বিভাগের ১৭, ১৮ ব্যাচ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল ব্যাচ, সমুদ্র বিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচ , ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সকল ব্যাচ, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সকল ব্যাচ, লোকপ্রশাসন বিভাগের সকল ব্যাচ,মুদ্রণ ও প্রকাশনা বিভাগের সকল ব্যাচ, রসায়ন ,ইংরেজি, টিএইচএম, থিয়েটার, জীববিজ্ঞান সহ আরো অনেক বিভাগের বিভিন্ন ব্যাচ ক্লাস পরিক্ষা বয়কট করেছে।
ক্লাস পরীক্ষা বর্জন করা ১০১ ব্যাচে শিক্ষার্থী আরিফ বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছে দেশে এক ধরণের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের সংখ্যা বেড়েই চলছে। কিন্তু প্রশাসন কোন ধরণের যৌক্তিক বিচার করছে না। তারই প্রতিবাদে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সকল ধরণের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের যে পর্যন্ত কোন ধরণের যৌক্তিক বিচার হচ্ছে না সেই পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।
হাসিব ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, যে পর্যন্ত আমরা আছিয়া সহ সম্পতি দেশের বিভিন্ন স্থানে ঘটে ধর্ষণের সঠিক বিচার না পাচ্ছি ততোদিন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে যাবো।
এদিকে দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে আজ ৭.৩০টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।