সারাদেশে নারী সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল চবি

  • চবি করেস্পন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী প্রতিবাদে অংশ নেয়।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা পোনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর কাটাপাহাড়, শহিদ মিনার, প্রীতিলতা হল, হতাশার মোড়, বউ বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় প্রায় ঘন্টাখানেক প্রধান ফটক আটকে রাখেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের তুমি কে, আমি কে- আছিয়া আছিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস - জাস্টিস জাস্টিস, এক দুইটা ধর্ষক ধর- ধইরা ধইরা জবাই কর, ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই-ধর্ষকদের ফাঁসি চাই, দড়ি লাগলে দড়ি নে- ধর্ষকদের ফাঁসি দে' সহ নানারকম স্লোগান দিতে দেখা যায়।

চবি শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, এই ইন্টেরিম সরকার আমাদের রক্তের ওপর দিয়ে এসেছে। কিন্তু এই সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।

বিজ্ঞাপন

চবি শিক্ষার্থী তিথি বলেন, আজকে বাংলাদেশে ৬ মাসের কন্যা সন্তান থেকে শুরু করে ৭০ বছরের নারী পর্যন্ত নিরাপদ না। ধর্ষকের বিরুদ্ধে একটাই দাবি তার মৃত্যুদন্ড।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বর্তমানে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি ৮ বছরের ছোট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির শাস্তি চাই। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হব।