ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল বাকৃবি

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সারাদেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। মাগুরার ৮ বছরের শিশু আছিয়াসহ অসংখ্য ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার জেরে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে ধর্ষকদের ফাঁসি ও তাদের সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় প্রায় আড়াইশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলটি জব্বারের মোড় থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কৃষি কন্যা হল এবং কে. আর মার্কেট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা— আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া; উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট; একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর; আমার বোনের কান্না আর না, আর না; আমার বোন ধর্ষিত কেন? জবাব চাই; ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই; ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু; ধর্ষকের ঠিকানা, এই বাংলাদেশে হবে না সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

এ সময় বাকৃবি শিক্ষার্থী মেজবাউল হক বলেন, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ৬ মার্চ, বৃহস্পতিবারের। এ ধরনের বর্বরতা, নিষ্ঠুরতা- মধ্যযুগীয় কায়দায় একজন শিশুকে ধর্ষণ করা কল্পনাতীত। ধর্ষকের বিচারের দাবিতে আমরা বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বলব, এর এমন বিচার করতে হবে যেন বাংলার জমিনে আর কোন ব্যক্তি এমন কাজ করতে সাহস না পায়। আমাদের বাংলাদেশের মা ও বোনদের নিরাপত্তার জন্য যদি কোন আইন সংস্কার করতে হয়, অন্তর্বর্তী সরকারকে সেই আইনও বাস্তবায়ন করতে হবে।