হত্যার হুমকি পেতেন ভারতীয় ক্রিকেটার
-
-
|

বরুণ চক্রবর্তী
চ্যাম্পিয়ণ্স ট্রফির শেষদিকে এসে একাদশে পরিবর্তন এনেছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। দুবাইয়ের পিচে যার স্পিনিংয়ে বিধ্বস্ত হয়ে পড়ছিল কিউইরা। সেই বরুণ চক্রবর্তীই কিনা জানালেন একসময় তাকে হত্যার হুমকি দেওয়া হত। এমনকি আত্মগোপনেও থাকত হতো তাকে।
ভারতে ক্রিকেট মানেই আলাদা উত্তেজনা। যে কারণে ভক্তদের বাড়তি প্রত্যাশার সামনে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির শিকার হন খেলোয়াড়রা। এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন ফাইনালে ভারতের তুরুপের তাস বরুণ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন,‘ ২০২১ বিশ্বকাপের পর হুমকি ফোন পেয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল ভারতে ফেরার দরকার নেই। ফেরার চেষ্টা করলেও ফিরতে পারবে না। লোকজন আমার বাড়িতে পর্যন্ত চলে আসত। আমার উপরে নজর রাখা হত। নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য হতাম। ওই সময় বিমানবন্দর থেকে ফেরার সময় দুইজন আমাকে বাইকে করে অনুসরণ করেছিল।’
এ সময় তিনি আরো বলেন,‘আমার কাছে ওটা ছিল কালো অধ্যায়। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। দেশের হয়ে খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। একটাও উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল। তিন বছর আমি দলে জায়গা পাইনি। তাই অভিষেকের চেয়েও আমার কাছে প্রত্যাবর্তন কঠিন ছিল ‘
জীবনের হুমকি পেলেও সেটা কাজে দিয়েছিল নিজের সেরাটা বের করে আনতে। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর অনুশীলনের আরো বেশি মনোযোগ জানিয়ে তিনি বলেন,‘ আগে একটা সেশনে ৫০টা বল করতাম। সেটা দ্বিগুণ করে দিই। জানতামও না যে নির্বাচকেরা আদৌ আমায় আর ডাকবেন কি না। খুব কঠিন সময় ছিল। তিন বছর পর সব বদলে গেল। আমরা আইপিএল জিতলাম। জাতীয় দলে ডাক পেলাম। খুব খুশি হয়েছিলাম তখন।’