এখনও বিপিএলের পারিশ্রমিক পাননি শরীফুল-ইমনরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর ঘিরে শুরু থেকে উত্তেজনাকে ছাড়িয়ে গেছে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক। আর আসর হওয়ার একমাস পার হলেও আবারো নতুন করে পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছে আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের খেলোয়াড়রা।

শুরু আগে বিপিএলের এগারোতম আসর ভালোভাবে আয়োজনের প্রতিশ্রুত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেসময়ে নতুন দায়িত্ব নেওয়া পরিচালনা পর্ষদ। তবে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক নিয়ে ভরাডুবি হয়েছে সেই প্রতিশ্রুতির। শুরুতে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা কয়েকদফায় অভিযোগ দিলেও আসরের শেষদিকে এস সেই তালিকায় নাম লেখায় চিটাগং কিংসের খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার আবারো পারিশ্রমিক না পাওয়ার কথা বলেছেন কিংসের হয়ে মাঠে নামা দেশীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। গণমাধ্যমকে তিনি বলেন,‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। দেবে দেবে বলতেছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই... যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।’

পারিশ্রমিক সময়মতো না পেলে পারফরম্যান্সেও প্রভাব ফেলে দাবি করে ইমনে বলেন, ‘আসলে সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে ভালো পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে কেন পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যাঘাত ঘটায়।’

বিজ্ঞাপন

বিপিএল চলাকালে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আসলে সেটাকে অস্বীকার করে কিংস কর্তৃপক্ষ। তখন একধাপ এগিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরি সরাসরিই জানিয়েছিলেন ‘তিনি সন্তুষ্ট না হলে ক্রিকেটাররা টাকা কেন পাবে!’ তবে কেবল ক্রিকেটারই নন, চিটাগাংয়ের বিদেশি হোস্ট ইয়েশা সাগার এবং শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে আসা পাকিস্তানি কিংবদন্তি শহিদ আফ্রিদিও চুক্তির পুরো টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন।