টিভিতে আজ খেলার যতো আয়োজন
-
-
|

টিভিতে দেখুন
আজ ১৫ মার্চ, শনিবার। চলুন দেখে নেই কী থাকছে দিনভর টেলিভিশনে খেলার আয়োজন।
ক্রিকেট
টিভিতে দেখুন
আজ ১৫ মার্চ, শনিবার। চলুন দেখে নেই কী থাকছে দিনভর টেলিভিশনে খেলার আয়োজন।
ক্রিকেট
ছবি: সংগৃহীত
বিশ্ব ক্রিকেটে বোলারদের মাঝে গতির দিক থেকে উপরের সারিতে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। সবশেষ পাকিস্তান সফরে এক ইনিংসে নিয়েছেন নিয়েছেন পাঁচ উইকেট। গতি দিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে এসেছেন এ পেসার। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি।
পাকিস্তানের মাটিতে এমন সাফল্যের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে সকলের আগ্রহে ছিলেন নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। এর মধ্যে লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।আর রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। যদিও এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের কেউই এখনও অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইফতার পার্টিতে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, 'এখনও তারা কেউ (এনওসির জন্য) এপ্লাই করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব। তারা যখন আবেদন করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।'
আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের দশম আসর। ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৬ দলের এই ফ্রাঞ্চাইজি লিগের।
বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেট পার করছে অবিশ্বাস্য সময়। শেষ তিন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে তারা। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আগে গত বছর জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জয় দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি।
তবে আবারও টি-টোয়েন্টি অবসব ভেঙে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি। তবে তার জন্য বড় এক শর্তও দিয়েছেন ভারতের এই ব্যাটিংস্তম্ভ। কোহলি জানিয়েছেন ২০২৮ অলিম্পিক্সে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তা হলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি।
শনিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারে, তা হলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিক্সের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।’
উল্লেখ্য, ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। তা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যোগ্যতা অর্জন কী ভাবে হবে তা এখনও ঠিক হয়নি। অলিম্পিকে ক্রিকেট ফেরা নিয়ে কোহলি বলেন, অলিম্পিক্সের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভাল হবে।
ছবি: সংগৃহীত
হামজা চৌধুরির অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে যে এগিয়ে নিয়ে যাবে এটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। এক দশকের বেশি সময় বাংলাদেশ ফুটবল দলে ছিল না কোনো স্পন্সর। তবে সংকটের সেই কালো মেঘ কেটে গেছে। জাতীয় ফুটবল দলের স্পন্সর পেয়েছে বাফুফে।
এর আগে নারী ফুটবল ও বিভিন্ন টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর এবার পুরুষ দলের স্পন্সর হিসেবে আসছে ইউসিবি ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম।
পুরুষ ফুটবল দলের স্পন্সর প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘পাঁচ বছরের জন্য বাফুফে ও ইউএসবি ব্যাংকের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির আলোকে ইউসিবি ব্যাংক জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করবে। আগামীকাল সমঝোতা স্মারক স্বাক্ষর হবে দুই পক্ষের মধ্যে।’
বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। সাবিনা খাতুনদের স্পন্সর থাকলেও জামাল ভূঁইয়াদের কোনো স্পন্সর ছিল না এতদিন। আগামীকাল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউসিবির প্রধান কার্যালয়ে বাফুফের সঙ্গে চুক্তি হবে।
ক্রিস গেইল
বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ ক্রিস গেইল। ক্রিকেটের খোঁজ-খবর রাখেন কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে চেনেন না এমন মানুষ পাওয়া ভার। এবার গেইলের পরিচিতি ব্যবহার করে দুর্নীতির অভিযোগ করেছেন ভারতের হায়দ্রাবাদের এক মহিলা।
গেইলের ছবি ও ভিডিও দেখিয়ে তার সঙ্গে কোটি কোটি রূপির প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঐ মহিলা। ৬০ বছরের ঐ মহিলা ব্যবসায়ী অভিযোগ করেন নিজের ভাই এবং ভ্রাতৃবধূর বিরুদ্ধে। আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনার শুরু হয় ২০১৯ সালে। অভিযোগকারীর ভাই এবং ভ্রাতৃবধূ তাকে একটি বিনিয়োগের প্রস্তাব দেন। তাকে বলা হয়, কেনিয়ার একটি কফি সংস্থায় বিনিয়োগ করলে ভাল মুনাফা লাভ করতে পারবেন। সংস্থাটির মালিক তাদের পরিচিত। মহিলার বিশ্বাস অর্জনের জন্য ক্রিস গেলের ছবি এবং ভিডিও দেখিয়ে বলা হয়, সংস্থায় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটারেরও বিনিয়োগ রয়েছে। তাকে বলা হয় মোট ৫ কোটি ৭০ লাখ রূপি বিনিয়োগ প্রয়োজন। আশ্বাস দেওয়া হয়, বিনিয়োগের অঙ্কের ৪ শতাংশ করে প্রতি মাসে ফেরত দেওয়া হবে।
ভাইয়ের কথা বিশ্বাস করে নিজে ২ কোটি ৮০ লাখ রূপি বিনিয়োগ করেন অভিযোগকারী মহিলা। এ ছাড়াও বন্ধু এবং পরিবারের অন্যদের উৎসাহিত করে আরও ২ কোটি ২০ লাখ রূপি বিনিয়োগ করান। তবে কিছু দিন পর থেকে সংস্থার ক্ষতির কথা বলতে শুরু করেন অভিযুক্ত ভাই এবং তাঁর স্ত্রী। বন্ধ হয়ে যায় প্রতি মাসে আশ্বাসমতো রূপি ফেরত দেওয়া। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, ৫ কোটি ৭০ লাখ রূপির মধ্যে সকলে মিলে ৯০ লাখ রূপি ফেরত পেয়েছেন। কেউ আর কোনও রূপি পাননি।
ব্যবসায়ী মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ।