টিভিতে আজ খেলার যতো আয়োজন
-
-
|

টিভিতে দেখুন
আজ ১৫ মার্চ, শনিবার। চলুন দেখে নেই কী থাকছে দিনভর টেলিভিশনে খেলার আয়োজন।
ক্রিকেট
টিভিতে দেখুন
আজ ১৫ মার্চ, শনিবার। চলুন দেখে নেই কী থাকছে দিনভর টেলিভিশনে খেলার আয়োজন।
ক্রিকেট
হামজা চৌধুরী
দেশের ফুটবল ভক্তদের অনেকদিনের স্বপ্ন ছিল কুঁকড়ানো চুলের ছেলেটা একদিন বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ মাতাবে। অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরার পালা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরির। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার পিতৃভূমি বাংলাদেশে পা রাখবেন তিনি। তাকে নিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করেছে বাফুফে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগামীকাল দেশে পা রাখবেন হামজা। ব্রিটেনের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে অবতরণ করবেন হামজা। তার আগমন নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশের ফুটবল ভক্তরা। এ জন্য দেশের প্রবাসী এই ফুটবলারের জন্য বাড়তি নিরাপত্তার কথা ভেবেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সিলেট বিমানবন্দরে নেমে মায়ের বাড়ি হবিগঞ্জের বাহুবল গ্রামে যাবেন হামজা তার যাত্রার নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য আজ রোববার সিলেট গিয়ে বাফুফের চার সদস্যের প্রতিনিধি দল। যেখানে দুই জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলার বাহিনীর সাথে বাফুফে কর্মকর্তারা সাক্ষাৎ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এ বিষয়ে বাফুফের প্রতিনিধি দলের সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন বলেন, 'আমরা সিলেট বিমানবন্দরে নেমেই বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তাকে ফুল দিয়ে রিসিভ করতে পারব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনার জন্য গাড়ি থাকবে। সিলেটের ডিআইজি হবিগঞ্জ পর্যন্ত পুলিশি সহায়তা প্রদান করব।'
কেমন গাড়ি থাকবে হামজাকে বরণ করতে সে প্রশ্নে উত্তরে বাফুফের প্রতিনিধি দলের আরেক সদস্য গোলাম গাউস বলেন, 'হামজার জন্য সমর্থকরা মুখিয়ে আছে। এ জন্য আমরা ছাদখোলা গাড়ির ব্যবস্থা করেছি। যাতে সমর্থকরা হামজাকে সরাসরি দেখার সুযোগ পান।'
সিলেটে নেমে সেখানে একদিন অবস্থান করবেন হামজা। তার নিরাপত্তারে বিষয়ে তিনি বলেন,‘হবিগঞ্জের এসপি (পুলিশ সুপার) আমাদের নিশ্চিত করেছেন, ৬ জন পুলিশ সদস্য হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবে। আমরা হামজার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সামগ্রিক বিষয় অবহিত করেছি। তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।'
১৮ই মার্চ বাফুফের টিম হোটেলে রিপোর্ট করার কথা হামজার। তার একদিন পরে ১৯ মার্চ বাফুফের অফিসিয়াল ফটোসেশন হবে। এরপর সংবাদ সম্মেলন করবে টিম। আর ২০ মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দিবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
ছবিঃ আতিকুর রহমান
গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক।
এর আগে অর্থ প্রতারণার মামলায় গত বৃহস্পতিবার (১৪ মার্চ) গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আতিকুর রহমান আতিক বাবু আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, রায় ঘোষণার সময় আসামি আতিক বাবু আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। যেহেতু আসামি পলাতক রয়েছেন, তাই গ্রেফতারের দিন থেকে রায়ের কার্যকারিতা শুরু হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৭ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ড গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার মোদক গাইবান্ধা সদর থানায় আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলা করেন।
মামলা ও মামলার বাদি সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপির আত্মীয় পরিচয়ে এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুযোগ নিয়ে আতিক বাবু অনেককে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিশ্বাস থেকে মামলার বাদি আতিক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। পরে চাকরির পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চান প্রদীপ কুমার কিন্তু টাকা না দিয়ে উলটো বাদি প্রদীপ মোদককে হুমকি দেয় আসামি আতিকুর রহমান আতিক বাবু। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে প্রদীপ কুমার মামলা দায়ের করেন।
আদালতের অপর একটি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
নাসির হোসেন
খেলোয়াড়ি জীবনে মাঠের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে নানা বিতর্কের কারণে প্রায়ই আলোচনায় থাকতেন অলরাউন্ডার নাসির হোসেন। যে কারণে অকালেই ক্ষতির মুখে পড়েছে সম্ভাবনাময় এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার। তবে লম্বা সময়ের নিষেধাজ্ঞার পরে আবারো মাঠে ফিরছেন বলে গুঞ্জন আছে নাসিরের।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি টেন লিগ খেলতে গিয়ে আইফোন গিফট নেওয়ায় কাল হল নাসিরের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অগোচরে গিফট নেওয়ার জেরে ২০২৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। যার মেয়াদ শেষ হবে আগামী মাসে। এদিকে তার আবেদনের প্রেক্ষিতে ছয়মাসের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর না করাতে আইসিসির সঙ্গে আলোচনাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ৮ এপ্রিল থেকে আবারো মাঠে নিয়মিত হতে পারবেন নাসির। জানা গেছে,চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ক্রিকেটে ফেরার প্রস্তুতিও শেষ করেছে তিনি। পাশাপাশি মাঠেও নিয়মিত ঘাম ঝরাচ্ছেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে। আরর এই সময়ে বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
নাসিরকে দলে ভেড়ানোর বিষয়ে আবাহনীর নতুন কোচ হান্নান সরকার বলেন, ‘আগে তার নিষেধাজ্ঞা শেষ হোক। আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেব।’ সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
দেশের হয়ে এখন পর্যন্ত নাসির হোসেন খেলেছেন ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ।
নোভাক জোকোভিচ
টেনিসে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে বিশ্ব টেনিসের অপর নাম হয়ে আছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। মাঠের পাশাপাশি সকল অন্যায়ের বিরুদ্ধে সরব থাকেন বলে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। এবার নিজ দেশে চলমান ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে আবারো আলোচনায় এসেছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা।
সার্বিয়ায় কার্যকর রাষ্ট্রের দাবিতে ছাত্রদের নেতৃত্বে দেশটির রাজধানী বেলগ্রেডের রাস্তার নেমে এসেছেন লাখ লাখ বেসামরিক মানুষ। আর সেই আন্দোলনের পাশে নিজের আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা নোভাক জোকোভিচ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আন্দোলনের ছবি এবং ভিডিও স্টোরি দিয়েছেন। তাতে লিখেছেন ‘ইতিহাস! অসাধারণ’।
বিশ্ব টেনিসের ইতিহাসের সিংহাসনে রাজমুকুট মাথায় শাসন করছেন নোভাক জোকোভিচ। নিজের নামের পাশে যুক্ত হয়েছে ২৪ গ্র্যান্ডস্ল্যাম। গেল বছর প্যারিস অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন স্বর্ণপদক। যদিও চলতি বছরে চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েছেন তিনি। নিজের অসাধারণ দক্ষতায় হয়ে উঠেছেন সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়াব্যক্তিত্ব। টেনিস মাঠের এই কিংবদন্তি বুঝিয়ে দিলেন, কেবল মাঠেই থেমে নেই তার পদচারণা।
উল্লেখ্য গেল বছরের ১৫ নভেম্বর সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে চলতি বছরের জানুয়ারি মাসেও নিজ দেশের ছাত্রদের পাশে নিজের অবস্থান জানান দিয়েছিলেন জোকোভিচ। সহজভাবেই বলেছিলেন, ‘কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে আমি বসে থাকতে পারি না। তরুণ প্রজন্ম, ছাত্র এবং আমাদের দেশের ভবিষ্যৎ যাদের হাতে তাদের প্রতি আমার সমর্থন থাকবে।’