মুশফিক-রিয়াদদের বিকল্প আছে বিসিবির হাতে!
-
-
|

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ
এক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতাই যেন কাল হয়ে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এই এক আসর দিয়ে জাতীয় দল থেকে বিদায় নিলেন দুই দু’জন তারকা ক্রিকেটার। প্রথমে মুশফিকুর রহিম আর তার পথ ধরে মাহমুদউল্লাহ রিয়াদ। দল থেকে সিনিয়র খেলোয়াড়রা চলে যাওয়ায় তাদের শূন্যস্থান পূরণে কি ভাবছে বিসিবি? এই প্রশ্নের উত্তর মিলেছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে।
একসময় দেশের ক্রিকেট মানেই ছিল মাশরাফি-তামিম-সাকিব। মাহমুদউল্লাহ ও মুশফিক ও ছিলেন সেই দলের সদস্য। একসঙ্গে তাদের ডাকা হত ‘পঞ্চপাণ্ডব’ নামে। তবে সময় পরিবর্তনশীল, সেই পালাবদলে জাতীয় দল থেকে মাশরাফি বিন মতুর্জা অবসর নিয়েছেন অনেক আগেই। তার পথ ধরে চলতি বছরের জানুয়ারিতে লাল-সবুজ জার্সিকে বিদায় বলেছেন তামিম ইকবালও। আর রাজনীতিতে জড়িয়ে খেলোয়াড়ি জীবনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে সাকিব আল হাসানের। আর মাহমুদউল্লাহ-মুশফিকের বিদায়ে মার্চে পড়ে গেছে আরো দুই উইকেট। এমতাবস্থায় দলে তাদের শূন্যস্থান পূরণে কি ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আজ শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথার বলার সময় তিনি জানান, সময় এলে পুরোনোদের যেতেই হবে। কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি, যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার। আমরা যদি মিডিয়াতেও দেখি, অনেক আলোচনায় ও কেন দলে নেই, সে কেন নেই। এ নিয়ে অনেক তর্ক–বিতর্কও দেখি। এর মানে হচ্ছে যারা চলে যাবে, তাদের বিকল্পও আমাদের হাতে আছে ‘
আন্তর্জাতিক লড়াইয়ে বাংলাদেশের ব্যর্থতার প্রশ্নে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তারা কেমন করবে, এটা আগে থেকে বলা মুশকিল। কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি, তাতে মনে হচ্ছে ওরা হয়ত করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে। কিন্তু আমার মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে, সেখানে যথেষ্ট প্রতিভা আছে।’