খেলোয়াড়দের বেতন বাড়াল পিসিবি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবিতে সবার আগে আসর থেকে বাদ পড়েছিল স্বাগতিক পাকিস্তান। বৈশ্বিক আসরে দলের ভরাডুবির পর পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই খবর প্রকাশ হতে কড়া সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। অবশেষে সমালোচনার মুখে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়াচ্ছে তারা।

২০২৪ সালে পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পেতেন ক্রিকেটারেরা। প্রথম একাদশের বাইরের ক্রিকেটারেরা পেতেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পরে এক ধাক্কায় ম্যাচ ফি কমিয়ে যথাক্রমে ১০ হাজার এবং ৫ হাজার পাকিস্তানি রুপি করা হলে তা বেশ সমালোচনার জন্ম দেয় পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে।

বিজ্ঞাপন

বোর্ডের এমন সিদ্ধান্তের পর বাবর আজমসহ বেশকিছু ক্রিকেটার এই আসরে না খেলার ঘোষণা দেওয়ায় নড়েচড়ে বসে পিসিবির কর্মকর্তারা। যে কারণে তড়িঘড়ি করে আবারো পুরোনো সিদ্ধান্তে ফিরেছে তারা। ফলে আগের মতো এবারও প্রথম একাদশে থাকা ক্রিকেটারেরা প্রতিটি ম্যাচ খেলার জন্য পাবেন ৪০ হাজার পাকিস্তানি রুপি করে। আর প্রথম একাদশের বাইরের ক্রিকেটারেরা ২০ হাজার পাকিস্তানি রুপি করে পাবেন ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয়ের দেখা না পাওয়ায় দেশের ক্রিকেটের শোচনীয় অবস্থা দেখে পিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তারওপর গতকাল এমন সিদ্ধান্ত দেখে তেলে বেগুনে জ্বলে উঠেন তারা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ড সফরে গেছে বাবর আজমরা। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল রোববার ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারীরা।

বিজ্ঞাপন