টানা দুই হার নাইমদের, বিজয়ের দল জিতল টানা চার ম্যাচ
-
-
|

ছবি: সংগৃহীত
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৮৩ রান। এত ছোট রানে প্রাইম ব্যাংক জিতে যাবে এমনটা ভেবে নেওয়াই স্বাভাবিক। তবে তা হতে দেননি গাজী গ্রুপের বোলাররা। মাত্র ৮৯ রানেই থেমে গেছে প্রাইম ব্যাংকের ইনিংস। আর তাতেই আসরে টানা চার জয় তুলে নিয়েছে এনামুল হক বিজয়ের দল।
ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) পঞ্চম রাউন্ডে আজ শনিবার বিকেএসপির চতুর্থ মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪৩.৪ ওভারে ১৮৩ রান করে অলআউট হয় গাজী গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডার। ২৩.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে ইরফার শুককুরের দল। আর তাতেই ৯৪ রানের জয় পেয়েছে গাজী গ্রুপ।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। ওপেনার সাব্বির হোসেন ফিরে যান ইনিংসের প্রথম বলেই। এরপর মোহাম্মদ নাইম শেখ ও জাকির হাসানের হাল ধরার চেষ্টাও ব্যর্থ হয় দলীয় ২৬ রানে। জাকির ফিরে যান ১১ রান করে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম ব্যাট হাতে ব্যর্থ এদিন। ফিরেছেন ১৫ রান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রাইম ব্যাংক। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক ইরফার করেছেন মাত্র ২ রান। শেষে রিশাদ হোসেনের ২২ বলে ২১ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় গাজী গ্রুপ। ওপেনার সাদিকুর রহমান ফিরে যান ৮ রান করে। ৭৯ রানে বিজয় ফিরে যান ৪৪ বলে ৪৮ রান করে। ৭০ থেকে ৭৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বিজয়ের দল। তবে আমিনুল ইসলাম বিপ্লবের ৩৫, তোফায়েল আহমেদের ২০ ও আব্দুল গাফফারের সাকলাইনের ২৪ রানে ১৮৩ রানের পুঁজি পায় গাজী গ্রুপ।
এই জয়ে ৫ ম্যাচে টানা ৪ জয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে চলে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে হারের পর এ ম্যাচে হেরে টানা দুই হার দেখলো প্রাইম ব্যাংক। ম্যাচসেরা হয়েছেন ৪.২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মোহাম্মদ আবু হাশিম।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৮৩/১০ ( এনামুল হক বিজয় ৪৮, আমিনুল ইসলাম বিপ্লব ৩৫, আরাফাত সানি ৩/২২)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৮৯/১০ ( রিশাদ হোসেন ২১, নাইম শেখ ১৫, আবু হাশিম ৩/১২)
ফল: ৯৪ রানে জয়ী গাজী গ্রুপ
ম্যাচসেরা: মোহাম্মদ আবু হাশিম