‘টুর্নামেন্টের আয়োজক আমরা, আর আমাদের কেউ নেই সেখানে’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে বাঁধা হয়ে দাঁড়ায় ভারত। ভারতের আপত্তিতে বাধ্য হয়ে এবারের আসর আয়োজিত হয় হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইয়ে।

ভারতের পাকিস্তানের যেতে না চাওয়ার কারণে ফাইনালও হয়েছে দুবাইয়ে। সেমিতে অস্ট্রেলিয়াকে হারানোর পরেই ফাইনাল ম্যাচের ভেন্যু লাহোরের পরিবর্তে নির্ধারিত হয় দুবাইয়ে। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে ভারত। তবে খেলার পরে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ। আয়োজক দেশ হয়েও তাদের না থাকা নতুন করে জন্ম দিয়েছে সমালোচনা।

বিজ্ঞাপন

এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও অবাক হয়েছেন পাকিস্তানের কাউকে সেখানে না দেখে। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার নিজের ফেসবুক পেজে বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ। কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না।’

শোয়েব আরও যুক্ত করে বলেন, ‘এ বিষয়টা আমি বুঝতে পারছি না। তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না। এটা একেবারেই আমার বোধগম্য না। এটা একটা বিশ্বমঞ্চ, এখানে আপনাদের থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখলাম না। অথচ এটার আয়োজক আমরাই, কিন্তু আমাদের কেউ সেখানে নেই।’

বিজ্ঞাপন

পরে অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কোনো কারণে বা ভুল–বোঝাবুঝিতে তাঁকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি।