চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলের সাদা ব্লেজারের নেপথ্যের গল্প
-
-
|

ছবি- সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন দলকে সাদা ব্লেজার দেওয়া হয় না। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী দলের ক্রিকেটারদের দেওয়া হয় সাদা রঙের ব্লেজার। সেটি পরেই ট্রফি গ্রহণ করতে হয়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিশ্বকাপে যে সম্মাননা দেওয়া হয় না, মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন তা করা হয়?
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অবশ্য এ রীতি ছিল না ২০০৯ এর আগে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ নিয়ম চালু করে দক্ষিণ আফ্রিকা। সেবার প্রথমবারের মত সাদা রঙের ব্লেজার পরে শিরোপা তুলেছিল অস্ট্রেলিয়া দল। সেখান থেকেই শুরু। এরপর আয়োজিত তিন আসরেই এই নিয়মের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ ব্লেজার দেওয়া হয় সাফল্যের প্রতীক হিসেবে। বিশ্বের সেরা এক দিনের দলকে সম্মান জানাতেই দেওয়া হয় এটি। সেই কারণেই, চ্যাম্পিয়ন দল সাদা ব্লেজার পরে উল্লাস করে।
২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনিরা চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্লেজার পরেছিলেন। মাঝে ২০১৭ সালে পাকিস্তানের ক্রিকেটারেরাও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এই পোশাক পরেছিলেন। এবার আবারও সেই ১২ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করলো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন্স হিসেবে ট্রফির সঙ্গে রোহিত শর্মা-বিরাট কোহলিরা পেলেন সাদা রঙের ব্লেজার।
ভারত এবারের আসরের অপরাজিত চ্যাম্পিয়ন। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০০২ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। একমাত্র দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।