চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের যত রেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপ জিতেছে ভারত। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ১৫ ম্যাচের এই ক্রিকেট টুর্নামেন্ট গড়েছে কিছু রেকর্ডও।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে হওয়া রেকর্ডগুলো

বিজ্ঞাপন

১. এক ইনিংসে সর্বোচ্চ রান

এবারের আসরের আগে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৩৪৭। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ড করেছিল এ রেকর্ড। তবে এবারের আসরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছিল। সে ম্যাচে ৩৫১ করেছিল ইংল্যান্ড। যদিও সে রেকর্ড বেশিদিন টেকেনি। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬২ রান করে নিউজিল্যান্ড। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

২. সর্বোচ্চ রান তাড়া করে জয়

এবারের আসরের আগে এ রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জিতেছিল লঙ্কানরা। তবে এবারের আসরে সে রেকর্ড নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৩৫১ রান তাড়া করে জিতেছ অজিরা।

৩. সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর

এবারের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ওপেনার বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। তবে তার সে রেকর্ড কেড়ে নিয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে জাদরান খেলেছেন ১৭৭ রানের ইনিংস। এ আসরের আগে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৪৭।

৪. দ্রুততম সেঞ্চুরি

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড ছিল ভারতীয় ব্যাটার ভীরেন্দ্র শেবাগের দখলে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে সেঞ্চুরি করে সে রেকর্ড ভাঙেন অজি ব্যাটার জশ ইংলিস। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংলিসের রেকর্ড কেড়ে নেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার। করেন ৬৭ বলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

৫. এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে শতক হয়েছে মোট ১৪ টি। যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০০২ ও ২০১৭ সালে এক আসরে ১০ টি করে সেঞ্চুরি হয়েছিল।

৬. রোহিতের ছক্কার রেকর্ড

আইসিসির ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল। তবে তার সে রেকর্ড টপকে গিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। গেইলের ৬৪ ছক্কার বিপরীতে রোহিতের আইসিসিরি ওয়ানডে টুর্নামেন্টে বর্তমান সেঞ্চুরির সংখ্যা ৬৮ টি।