রোহিতকে স্যালুট জানালেন সেই কংগ্রেস নেত্রী

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় অধিনায়ক রোহিতের শুরুটা ভালোই হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেলে এবারের আসর শুরু করেছিলেন রোহিত। তবে এরপরই ব্যাটিংয়ে ছন্দ হারান ভারতীয় অধিনায়ক। ইনিংসের শুরুটা ভালো করেও ইনিংসটাকে বড় করতে পারছিলেন না। আর তা নিয়ে রোহিতকে শুনতে হয়েছে অনেক সমালোচনা।

রোহিতের এই সমালোচকদের মাঝে একজন কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ। টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক রোহিত শর্মাকে ‘মোটা’এবং ‘খারাপ অধিনায়ক’ বলে কড়া সমালোচনা করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

রোহিতকে সমালোচনা করে তিনি লিখেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’ সে সমালোচনা করে অবশ্য ক্রিকেটপ্রেমীদের আক্রোশে পড়ে পোস্ট ডিলিট করেছিলেন তিনি।

তবে ফাইনালে রোহিতের ম্যাচজয়ী ইনিংস দেখে একপ্রকার বাধ্য হয়েই রোহিতের প্রশংসায় মজেছেন শামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত দলকে শুভেচ্ছা জানিয়ে শামা লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। যেভাবে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে রোহিত শর্মা জয়ের ভিত গড়ে দিলেন, সেটা স্যালুট জানানোর যোগ্য। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরাও ভালো ইনিংস খেলেছেন।

বিজ্ঞাপন