চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলের পকেটে কত টাকা?
-
-
|

ছবি: সংগৃহীত
২৫১ রান নিয়েও বোলিংয়ে লড়াইটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। তবে তা যথেষ্ট ছিল না। এক ওভার হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজেদের করে নেয় ভারত। আর তাতেই দীর্ঘ ১২ বছর পর আবারও নিজেদের শিরোপা পুনরুদ্ধার করলো রোহিত শর্মার দল। যদিও মাঝে মাত্র একবার আয়োজিত হয়েছে এই টুর্নামেন্টের আসর। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।
গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতই এখন সবচেয়ে সফল দল।
তবে কেবল শিরোপা নয়, চ্যাম্পিয়ন হয়ে ভারত পাচ্ছে মোটা অঙ্কের টাকাও। এবারের আসরের প্রাইজমানি আগের আসরের তুলনায় ৫৩ শতাংশ বাড়ানো হয়েছিল। সে হিসেবে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। অর্ধেক পরিমাণ টাকা পেয়েছে রানার্স আপ দল নিউজিল্যান্ড। তাদের পুরস্কারের পরিমাণ ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
৫ম বা ৬ষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা আফগানিস্তান ও বাংলাদেশ পেয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকা করে। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নাজমুল হোসেন শান্তর দল পাবে প্রায় দেড় কোটি টাকা। সে হিসেবে কোনো ম্যাচ না জিতেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে বাংলাদেশ দল মোট পাবে প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকা। ৭ম এবং ৮ম হওয়া পাকিস্তান ও ইংল্যান্ড পেয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকা।