খেলা যেখানেই হোক ভারত চ্যাম্পিয়ন্স হতো: আকরাম
-
-
|

ছবি: সংগৃহীত
শেষ তিন আইসিসি টুর্নামেন্টের নিজেদের ২৩ ম্যাচের মাঝে মাত্র একটি হেরেছে ভারতীয় দল। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ঐ হার ছাড়া বাকি সব ম্যাচ জিতেছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন তারা। দলে আজ একজন খারাপ করে, অন্যজন ভালো করে ম্যাচ জিতিয়ে নিয়ে আসে। ভারতের সবাই খারাপ করেছে এমন ম্যাচ দেখা যায় না খুব একটা।
দলের টপ অর্ডার যদি কোনোদিন ব্যর্থ হয়, তা সামাল দিতে লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ারা এগিয়ে আসেন। দলে আছে মোহাম্মদ শামির মত পেসার। আর বল হাতে স্পিনাররা প্রতি ম্যাচে হয়ে ওঠেন বিধ্বংসী। এমন একটা দল পৃথিবীর যে কোনো মাঠে, যে কোনো প্রান্তে চ্যাম্পিয়ন হতো বলে জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।
ভারত এবার সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। যার ফলে তারা বাড়তি সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে আকরাম বলেন, ‘ ভারতের এই পৃথিবীর যে কোনো মাঠে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। হ্যা, তাদের সুবিধা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু সত্যি বলতে, তারা যদি পাকিস্তানের মাটিতেও খেলতো, তাহলেও তারা চ্যাম্পিয়ন হতো। তারা কোনো ম্যাচ না হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হারেনি। এটা প্রমাণ করে যে তারা কতটা শক্তিশালী দল।’
ভারতের প্রশংসা করে আকরাম আরও যোগ করে বলেন,‘তারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে ভাবে হেরেছে। তারা চাইলেই কোচ,অধিনায়ক পরিবর্তন করতে পারতো। কিন্তু তারা করেনি। আর এখন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন।’