ইবনে সিনার বিলবোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু: তদন্ত কমিটি গঠন
-
-
|

ইবনে সিনার বিলবোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু: তদন্ত কমিটি গঠন
সিলেট নগরীর সোবহানীঘাটনস্থ ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান ভেসে উঠার ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতেই হাসপতালের ডিএমএস কর্নেল (অব:) ডা. রুকনুল ইসলাম চৌধুরী নির্দেশনায় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিয়ষটি বার্তা২৪.কমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
কমিটিতে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক ডা. মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে আরও ৩ জনকে সদস্য করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক আব্দুল কাদের খান, সিএমও মেজর (অব:) ডা. আব্দুস সালাম চৌধুরী, হাসপাতালের ম্যানেজার এডমিন অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মো. তানভীর।
হাসপাতালের ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বলা হয়- আজ ২০ মার্চ বৃহস্পতিবার আনুমানিক রাত ১টায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নবনির্মিত ওভারব্রিজে স্থাপিত এলইডি বোর্ডে হাসপাতালের নীতি ও মূল্যবোধের পরিপন্থী একটি বিতর্কিত রাজনৈতিক স্লোগান প্রদর্শিত হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় ওই ফেসবুক স্ট্যাটাসে।
এব্যাপারে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও হাসপাতালের ম্যানেজার এডমিন অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মো.তানভীর বার্তা২৪.কমকে বলেন, এই ঘটনায় ইতোমধ্যে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে আসলে এই লেখাটি এখানে কিভাবে এলো।
এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, মনিটরিংয়ের জন্য অবশ্যই লোক রয়েছে। আমরা স্ক্রলিংয়ের জন্য যে লেখা দিয়েছি ওইগুলো এখানে আসার কথা। কেন এমন হলো দেখা খুঁজে বের করা হবে। তাছাড়া এলইডি বোর্ডের দায়িত্ব এখনো আমাদের কাছে আসেনি। এটির কাজ এখনো চলমান রয়েছে।
প্রসঙ্গত; বুধবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের রাস্তার ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ভেসে উঠে। এসময় অনেকেই মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক স্ট্যাটাস দিলে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হয়ে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।