গরমের জন্য মসজিদের ছাদে তারাবির জামাত করা যাবে কী?

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের একটি মসজিদ, ছবি: সংগৃহীত

বাংলাদেশের একটি মসজিদ, ছবি: সংগৃহীত

অনেক সময় দেখা যায়, প্রচণ্ড গরমের কারণে গ্রামাঞ্চলের মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে। উপস্থিত মুসল্লিদেরও মহল্লার মসজিদে তারাবি পড়া কঠিন হয়ে যায়। তাই অনেকেই গরমের কারণে তারাবির জামাত মসজিদের ছাদে পড়তে চান।

তাদের মতামত হলো, মসজিদে ফরজ নামাজের পর তারাবির নামাজ মসজিদের ছাদে বা মসজিদের সামনের খোলা বারান্দায় পড়া হোক।

বিজ্ঞাপন

এ বিষয়ে অর্থাৎ মসজিদের ছাদে বা খোলা বারান্দায় তারাবির নামাজের জামাত প্রসঙ্গে প্রাজ্ঞ আলেমরা বলেন, জামাতে নামাজ আদায়ের সাধারণ নিয়ম হলো, মসজিদের ভেতরে মূল অংশে তা আদায় করা। শরিয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া অথবা সামান্য অসুবিধার জন্য মসজিদের মূল অংশ খালি রেখে ছাদে বা খোলা বারান্দায় জামাত করা অনুচিত।

সুতরাং সামান্য গরমের কারণে মসজিদ ছেড়ে ছাদে বা খোলা বারান্দায় তারাবির জামাত করা ঠিক হবে না।

বিজ্ঞাপন

তবে যদি গরম এত বেশি হয় যে দীর্ঘ সময় নামাজ পড়লে মুসল্লিরা নামাজের একাগ্রতা ধরে রাখতে পারবে না অথবা বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে বলে প্রবল ভয় হয়, তবে সে ক্ষেত্রে মসজিদের ছাদে বা খোলা বারান্দায় তারাবির জামাত করা যেতে পারে। - খুলাসাতুল ফাতাওয়া: ১/৬৫