ফিনল্যান্ডের সুখের রহস্য কী?
-
-
|

ছবি: সংগৃহীত
এবারো সুখী দেশের তালিকায় সেরা ফিনল্যান্ড। টানা আট বছর ধরে এই খেতাব নিজের দখলে রেখেছে ইউরোপের এই দেশটি। সম্পদ বা ক্ষমতা বেশি থাকলেই কি কোনো দেশ সুখী হয়? তালিকায় দেখা গেছে ফিনল্যান্ডের চেয়ে সম্পদশালী দেশও সুখের বিষয়ে দেশটির চেয়ে অনেক পিছিয়ে আছে। তাহলে ফিনল্যান্ডের রহস্য কী?
বৃহস্পতিবার (২০ মার্চ) গবেষণা সংস্থা গ্যালাপ, জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক ও দ্য অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এদিনে আন্তর্জাতিক সুখ দিবসকে সামনে রেখে তালিকাটি প্রকাশ করা হয়। এর আগে ১৪৭টি দেশে জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা সর্বশেষ তিন বছর কেমন কেটেছে তাঁদের জীবন সে সম্পর্কে তথ্য দেন। বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়।
বিশ্বের শীর্ষ সুখী ১০টি দেশ হচ্ছে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ ও মেক্সিকো।
ফিনল্যান্ডের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার কারণ কী? ফিনল্যান্ডের বাসিন্দা আইনো ভিরোলানিয়েন ডিজিটাল কমার্স নিয়ে কাজ করেন। তিনি বলেন, ‘আমি কাজের সূত্রে বিদেশে যাই, থাকতেও হয়। তবে আমি বারবার ফিনল্যান্ডেই ফিরে আসতে চাই। আমি নিজে এখানে বড় হয়েছি, আমার শিশুদেরও বড় করছি। শান্তি, নীরবতা ও আস্থার বড় একটা জায়গা ফিনল্যান্ড। আমরা সরাসরি প্রকৃতির সাথে কথা বলি। চারিদিকটা এত পরিচ্ছন্ন বাতাসটা এত ফ্রেশ, কে ভালোবাসবে না এদেশটাকে?’
আলেকজান্দ্রা পেথ নামে ফিনল্যান্ডের আরেক বাসিন্দা জানান, ফিনল্যান্ডের মানুষ একে অপরকে অনেক বিশ্বাস করে, আস্থা রাখে। তিনি বলেন, ‘আমরা সব সময় একে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করি। এখানকার ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে আপনি নিশ্চিন্তে কারো ওপর আস্থা বা ভরসা রাখতে পারেন।’ তিনি জানান, ফিনিশ সংস্কৃতি আস্থা ও যোগাযোগকে প্রাধান্য দেয়।
গবেষকেরা জানান, সম্পদ ও স্বাস্থ্যের বাইরেও কিছু বিষয় আছে যা সুখী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন, একে অপরের কাজে আসা, সাহায্য করা, অপরের দুর্দশায় এগিয়ে যাওয়া ইত্যাদি। গবেষণায় দেখা গেছে এসব বিষয় মানুষকে সুখী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গবেষণা সংস্থা গ্যালাপ এর প্রধান নির্বাহী জন ক্লিফটন বলেন, ‘সুখে থাকা মানেই সম্পদে থাকা না। বরং এর পেছনে আছে অন্যের প্রতি আস্থা ও যোগাযোগ। যদি আমরা শক্তিশালী সমাজ ও অর্থনীতি চাই তবে এ বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে।’
সুখী দেশের তালিকায় ক্রমেই পিছিয়ে পড়ছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের অবস্থান ২৪ তম। ২০১২ সালে দেশটির অবস্থান ছিল ১১তম। যুক্তরাষ্ট্রের এক ধাপ ওপরে অর্থাৎ ২৩ নম্বর অবস্থানে আছে যুক্তরাজ্য।
কোথায় আছে বাংলাদেশ?
১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪। ভারত ১১৮, পাকিস্তান ১০৯, শ্রীলঙ্কা ১৩৩ তম স্থানে আছে। নেপাল আছে ৯২ নম্বরে।
বিশ্বের সবচেয়ে অসুখী দেশটির নাম আফগানিস্তান।