ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, ইউক্রেনের দেশজুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সিরিজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। ইউক্রেনের পূর্বে খারকিভ থেকে সুদূর পশ্চিমে লুটস্ক এবং দক্ষিণে ওডেসা থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে।

সামাজিকমাধ্যমে এক পোস্টে হারমান হালুশচেঙ্কো বলেছেন, পুরো ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে। এতে অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বাসিন্দাদের কিয়েভের অফিসিয়াল পেইজে নজর রাখতে ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

কিয়েভের পশ্চিমের ২ লাখ ৬০ হাজার বাসিন্দার শহর জাইটোমিরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় পানি সরবরাহ সংস্থা।