সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৫০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুদানের গেজিরা রাজ্যে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে অঞ্চলটি থেকে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের একটি স্থানীয় নেটওয়ার্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি (এপি)।

বিজ্ঞাপন

এপি জানায়, চিকিত্সকদের একটি ইউনিয়ন এবং একটি যুব গোষ্ঠী জানায়, আরএসএফ পূর্ব-মধ্য রাজ্য গেজিরার বেশ কয়েকটি গ্রাম এবং শহরে আক্রমণ চালায়। এসময় তারা সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি লুটপাট ও ভাঙচুর করে এবং কয়েক ডজন লোককে হত্যা করেছে।

এদিকে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গেজিরা রাজ্যের আল-সিরেহা গ্রামে গত দিন ধরে আক্রমণ চালাচ্ছে আরএসএফ। এ হামলায় একদিনেই স্থানটিতে ৫০ জন নিহত হয়। 

বিজ্ঞাপন

স্থানীয়দের নেটওয়ার্ক এএফপিকে জানায়, শুক্রবারের হামলায় অর্ধশতাধিক নিহত হয়েছে।

অন্যদিকে সুদান নিউজ (সুদানখবার) ওয়েবসাইট জানিয়েছে, আইএসএফের হামলায় এ পর্যন্ত ১২৪ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে।

গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে আফ্রিকার এই দেশটি। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে টানা ১৮ মাসের এই লড়াইয়ে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত মানুষ প্রাণ দিয়েছে এবং জাতিসংঘের ধারণা, এই সংঘাত সুদানের জনসংখ্যার এক-পঞ্চমাংশকে বাস্তুচ্যুত করেছে।