মেহজাবীনের বিয়ে!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহজাবীন / ছবি : ইন্সটাগ্রাম

মেহজাবীন / ছবি : ইন্সটাগ্রাম

বাংলা নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চেীধুরী বিয়ে করছেন। দীর্ঘদিন ধারে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে তার যে প্রেমের গুঞ্জন ছিল, অবশেষে তাই সত্য হওয়ার প্রমাণ মিললো। দীর্ঘদিনের কর্মসঙ্গী এবং বন্ধু আদনানের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন লাক্স তারকা মেহজাবীন ।
আগামী ২৩ ফেব্রুয়ারি মেহজাবীন-আদনানের গায়ে হলুদ, পরের দিন বিয়ে। বিয়ের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে তারকাদের কেউ মুখ খোলেননি। তবে তাদের ঘনিষ্ঠজনদের থেকে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত হয়েছে।

আদনান আল রাজীব এবং মেহজাবীন চৌধুরী 

বেশ কয়েক বছর ধরে আদনান প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় একটানা অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় এই তারকা। কেবল গ্ল্যামার দুনিয়ায় নয়, নেটিজেনদেরও নজর এড়ায়নি তাদের গভীর বন্ধুত্ব। সময়-অসময়ে কাজের বাইরে দেশে এবং দেশের বাইরে তাদের সময় কাটাতে দেখা গেছে। তবে, প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। বারবারই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছেন।

বিজ্ঞাপন

এদিকে গত বছরের মাঝামাঝি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব তাঁর জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন মেহজাবীনকে। সেদিন রাজীব বলেছিলেন, ‘তাকে (মেহজাবীন) আমি যতটা জানতে পেরেছি তাতে মনে হয়, এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয়ও হতে পারত না।’

এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাঁদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।

বিজ্ঞাপন
‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার

ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।