নদী, শাড়ি আর নারী, ফটোশুটে অনবদ্য জয়া

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান । ছবি: ফেসবুক

জয়া আহসান । ছবি: ফেসবুক

সবধরনের সাজপোশাকেই নজর কাড়েন দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান। জনপ্রিয় এই অভিনেত্রীকে মানিয়ে যায় সব লুকে। কখনো পশ্চিমা পোশাকে আবেদনময় উপস্থাপনে সাড়া জাগান তিনি। আবার কখনো একেবারে ট্র্যাডিশনাল শাড়ির সাজেও উষ্ণতা ছড়াতে দেখা যায় তাকে।

জয়া আহসান । ছবি: ফেসবুক

সম্প্রতি ভারতের প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে তেমনই এক লুকে ধরা দিয়েছেন তিনি ক্যামেরায়। আর সে ছবিগুলো শেয়ার করেছেন এই সুন্দরী অভিনেত্রী তার ফেসবুকে।

বিজ্ঞাপন

সবুজ ব্লাউজের সঙ্গে লাল শাড়ি চমৎকার বৈপরীত্য দিচ্ছে। সেই সঙ্গে আছে একেবারে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ধূপ-ধোঁয়ার আয়োজন।

জয়া আহসান । ছবি: ফেসবুক

আটপৌরে করে পরা শাড়িতে জরীর পাড় আর আঁচল। খোঁপার কাছে আটকে রাখা আছে আঁচলের প্রান্ত।

বিজ্ঞাপন

ক্ল্যাসিক কাটের ব্লাউজের পিঠে ব্লকের ছাপ আর হাতে নজর কাড়া বর্ডার।

জয়া আহসান । ছবি: ফেসবুক

আকর্ষণীয় ড্রেপের শাড়ির সাজে অন্য মাত্রা এনেছে পিতলের টিকলি টায়রা, হেডব্যান্ড, চোকার, নাকের টানা নথ আর চুড়ি।

সাজে বাড়াবাড়ি নেই। কাজল, সেমি স্মোকি চোখ, ন্যুড ম্যাট লিপকালার আর হাতে আলতার নিরীক্ষাধর্মী ব্যবহার চোখে পড়ছে।

জয়া আহসান । ছবি: ফেসবুক