সৌদি আরবে বিয়ের পিঁড়িতে কুবরা খান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুবরা খান

কুবরা খান

ভক্তদের আগেই সুখবর দিলেন পাকিস্তানের হার্টথ্রব অভিনেত্রী কুবরা খান। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আর সেই ভালোবাসার মাসেই বিয়ে করছেন তিনি।

নিজের কথা রেখেছেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা গহর রশিদকে বিয়ে করলেন পাকিস্তানি তারকা অভিনেত্রী কুবরা খান। ১২ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কায় বিয়ে সেরেছেন এই জুটি।

বিজ্ঞাপন

ঠোঁটে লিপস্টিক, হাতে ফুল, পরনে লেহেঙ্গা; হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হবু বরকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী কুবরা খান


বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে পাকিস্তানে প্রাক্-বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তখন দুজনের বন্ধুরা উপস্থিত ছিলেন। জমকালো রাতে গানের আয়োজন ছিল।

কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

কুবরা খান

বেশকিছু দিন ধরেই গুঞ্জন চলছিল, শিগগিরই বিয়ে করছেন কুবরা। তবে বিষয়টি নিয়ে এত দিন ধরে চুপ ছিলেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেছেন কুবরা খান। তিনি বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’

২০১৬ সালে ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের। তার আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি কুবরা খান নামে পরিচিত। ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি। ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম পাঞ্জাবের মুলতানে।