একসঙ্গে পার্টি করতেন সালমান-অভিষেক!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খান, অভিষেক বচ্চন / ছবি: সংগৃহীত

সালমান খান, অভিষেক বচ্চন / ছবি: সংগৃহীত

সালমান খান এবং অভিষেক বচ্চনের কখনো তর্ক বা ঝগড়া না হলেও, তাদের সম্পর্ক খুব একটা ভাল নয়। সেটা অবশ্য খুবই স্বাভাবিক। কারণ হলো অভিষেকের বর্তমান স্ত্রী এবং সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাই। তবে এসবকিছু আগে একটা সময় ছিল যখন সালমান এবং অভিষেক ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে প্রায়ই পার্টি করতেন বলিউডের এই ‍দুই নামকরা তারকা।  

সালমান এবং অভিষেকের একসময়ের এই বন্ধুত্বের খবর প্রকাশ করেছেন ডিজে আকিল। একটা সাক্ষাৎকারে অকিল বলেন, ‘একটা সময় আমি ব্যক্তিগত অনুষ্ঠানে আমি গান বাজাতে যেতাম। তার পরে নাইটক্লাবের পার্টিতেও গান বাজানো শুরু করি। এক নির্দিষ্ট নাইটক্লাবে বলিউডের বড় সব তারকারা আসতেন।

বিজ্ঞাপন

বিশেষ করে সালমান খান, অভিষেক বচ্চন, ফারদিন খান, জন আব্রাহাম, হৃতিক রোশন, ডিনো মোরিয়া-সহ আরও অনেকেই সেখানে আসতেন। বচ্চন পরিবারের দুই তারকা অর্থাৎ অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনও সেখানে পার্টি করতেন।’

সেই পার্টিগুলোতেই খুব ভালো সময় কাটাতেন প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনের পৃথক সময়ে গুরুত্বপূর্ণ দুই পুরুষ। সালমান এবং অভিষেক খুব ভালো বন্ধু ছিলেন সেসময়। বোঝাই যায়, নব্বই দশকের বা আর্লি টু থাউজেন্টের কথা বলছিলেন ডিজে অাকিল।  

বিজ্ঞাপন

তার থেকে আরও তথ্য পাওয়া যায়, সেই সময়টায় তারকাদের পেছনে পাপ্পারাজিদের এত হুমড়ি খেয়ে পড়তে দেখা যেত না। মোবাইলের রমরমা না থাকায় সব জায়গায় ক্যামেরাবন্দী হতে হতো না। তাই যখন তখন তারকারা পরস্পরের সঙ্গে এভাবে জমায়েত হতেন। তখন একেক রাতের প্রোগ্রামে গান বাজিয়ে ৩০থেকে৪০ হাজার রুপি পর্যন্ত আয় হতো ডিজেদের।

এখন তারকারা যেমন সারাক্ষণ বিনোদন সাংবাদিকদের নজরবন্দিম তেমন ভক্তরাও তাদের খুঁটিনাটি বিষয়ে বেশ আগ্রহী। তাই তারকারা কিছুটা আতঙ্কেই থাকেন বটে!  

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা